Knowledge story: পোষ্য একেবারে সিংহীর আকারের, দেখেছেন কখনও এত বড় কুকুর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গ্রেট ডেন জাতের কুকুরকে বিশ্বের সবচেয়ে লম্বা বলে মনে করা হয়। কিন্তু, এমন একটি কুকুরও রয়েছে যা গ্রেট ডেনের থেকেও লম্বা
advertisement
1/6

এত লম্বা কুকুর দেখেছেন কখনও? আকারে এটি সিংহীর সমান!
advertisement
2/6
গ্রেট ডেন জাতের কুকুরকে বিশ্বের সবচেয়ে লম্বা বলে মনে করা হয়। কিন্তু, এমন একটি কুকুরও রয়েছে যা গ্রেট ডেনের থেকেও লম্বা।
advertisement
3/6
এই কুকুরটির নাম আবু, যা Turkish Malakli জাতের। এর নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ৭.২ ফুট৷ যেখানে চার পায়ে দাঁড়ালে এর আকার ৩ ফুট পর্যন্ত হয় অর্থাৎ যে কোনও সিংহীর সমান! Photo: Instagram
advertisement
4/6
আকারে তো এতটা বড়, এর খিদেও মারাত্মক৷ আবুকে প্রতিদিন খাবারের জন্য তিন কেজি মাংস, একটি মাছ, দুটি ডিম ও মুরগি দেওয়া হয়৷ Photo Collected
advertisement
5/6
প্রতি বছর আবুর খাবার বাবদ ৪ লাখ টাকার বেশি খরচ হয়৷ এমনই জানা গিয়েছে তাদের মালিকদের থেকে৷ এটাই নাকি ব্রিটেনের সবচেয়ে বড় কুকুর৷ বলছেন বিশেষজ্ঞরা৷ Photo Collected
advertisement
6/6
উল্লেখ্য, এর আগে অগাস্ট মাসে বালথাজার নামের একটি ৭ ফুট লম্বা গ্রেট ডেন জাতের কুকুর মারা গিয়েছিল৷ Photo Collected