Tea Effects on Skin: দুধ চা খেলে কি আদৌ গায়ের রং কালো হয়ে যায়? ৯০% মানুষই এই ভুলটা করে, আসল সত্যিটা জানালেন চিকিৎসক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tea Effects on Skin: চা অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়। অনেকে এটাকে সত্য বলে মেনে নিচ্ছেন, আবার কেউ কেউ এটাকে নিছক গুজব বলছেন। আপনিও যদি এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন এর সত্যতা।
advertisement
1/7

গরম হোক বা শীত, ঘুম থেকে উঠে কিংবা বিকেলে এক কাপ চা চাই-ই চাই৷ বেশিরভাগ মানুষ চায়ে চুমুক না দিলে অস্বস্তি বোধ করেন। প্রচণ্ড গরমেও চায়ের স্টলে ধোঁওয়া ওঠা চায়ে চুমুক দিতে দেখা যায় লোকজনকে।
advertisement
2/7
অনেকেই চায়ের প্রতি এতটাই নেশা থাকে যে প্রচণ্ড গরমেও সারাদিনে বেশ কয়েক কাপ চা খেয়ে ফেলেন। তবে বলা হয় যে, চা অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়। অনেকে এটাকে সত্য বলে মেনে নিচ্ছেন, আবার কেউ কেউ এটাকে নিছক গুজব বলছেন। আপনিও যদি এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন এর সত্যতা।
advertisement
3/7
ইউপির কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. যুগল রাজপুত বলেছেন যে চা খাওয়ার সঙ্গে মানুষের গায়ের রঙের কোনও সম্পর্ক নেই। যারা মনে করেন চা খেলে গায়ের রং কালো হয়ে যেতে পারে তারা ভুলটাই জানেন।
advertisement
4/7
চিকিৎসকের মতে, মানুষের কখনওই এটা বিশ্বাস করা উচিত নয়। মানুষের ত্বকের রং তাদের জিনগত কারণের উপর নির্ভর করে। আপনি যতই চা খান না কেন, আপনার গায়ের রঙের সঙ্গে এর কোনও প্রভাব নেই। বেশি গরম চা পান করলে অনেক সময় উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে, কিন্তু চা ঠোঁটের রং পরিবর্তন করে না।
advertisement
5/7
চিকিৎসক যুগল রাজপুত জানান, চায়ে এমন অনেক উপাদান রয়েছে, যা অতিরিক্ত খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে, মানুষের চা পরিমাণমতো খাওয়া উচিত।
advertisement
6/7
বিশেষজ্ঞদের মতে, ত্বকের রং কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। ত্বকের রং ফর্সা করার জন্য অনেকেই নানা কিছু করে থাকেন, তারপরও ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করা যায় না। কিছু সময় পর ত্বক তার স্বাভাবিক রূপে ফিরে আসে।
advertisement
7/7
চিকিৎসক জানিয়েছেন,গরমে ত্বক সুস্থ রাখতে মানুষের উচিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া৷ এবং শরীরকে হাইড্রেটেড রাখা। এই গরমের মরশুম ফল ও টাটকা শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন সি সমৃদ্ধ জিনিস খেলেও ত্বকের উন্নতি ঘটে। তবে চা খেলে গায়ের রঙের কোনও পরিবর্তন হয় না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea Effects on Skin: দুধ চা খেলে কি আদৌ গায়ের রং কালো হয়ে যায়? ৯০% মানুষই এই ভুলটা করে, আসল সত্যিটা জানালেন চিকিৎসক