Emoji Using: কথায় কথায় ইমোজি ব্যবহার করেন? আপনি তবে 'দুর্বল' মানুষ, বলছে সমীক্ষা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। (Emoji Using)
advertisement
1/8

সোশ্যাল মিডিয়ার যুগে ইমোজি ছাড়া কথোপকথন ভাবাই যায় না। মনের ভাব প্রকাশ করার জন্য কথায় কথায় ইমোজি ব্যবহার আমরা সকলেই করে থাকি। হোয়াটসঅ্যাপ, ই-মেল সব কিছুতেই ইমোজির ব্যবহার খুবই জনপ্রিয়। (Emoji Using)
advertisement
2/8
অনেক কথা বলার জন্য ছোট্ট একটা ইমোজিই যথেষ্ট। কিন্তু বার বার এভাবে ইমোজি ব্যবহারের মাধ্যমে আপনার চরিত্রের একটি বিশেষ দিক ফুটে ওঠে। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। (Emoji Using)
advertisement
3/8
এক সমীক্ষা বলছে প্রতিদিন ফেসবুকে ৭০ কোটি ইমোজি পাঠানো হয়। আমরা প্রায় এক হাজারের মতো ইমোজি ব্যবহার করে প্রতিদিনই কোনও না কোনও ভাবে। (Emoji Using)
advertisement
4/8
তবে এগুলো অনেক সময়ই কর্মক্ষেত্রের ই-মেলের উত্তর দিতে বা প্রফেশনাল চ্যাটে অনেকে ব্যবহার করে থাকেন। পেশাদাররা বলেন, কর্মক্ষেত্রে ইমোজির ব্যবহার বেশি না করাই ভালো। এই ইমোজির ব্যবহার আপনার চরিত্রের বিশেষ দিক ফুটিয়ে তোলে।
advertisement
5/8
একটি নতুন সমীক্ষায় দাবি করা হয়েছে, যে সব কর্মীরা প্রায়শই তাঁদের ই-মেলে ইমোজি এবং অন্য গ্রাফিক্স ব্যবহার করেন তাঁরা শব্দ ব্যবহার করে এমন কর্মীদের তুলনায় কম শক্তিশালী বা প্রভাবশালী। এককথায় বললে, তাঁরা দুর্বল মানসিকতার।
advertisement
6/8
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অফ ম্যানেজমেন্টের নেতৃত্বে গবেষণাটি 'অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান ডিসিশন প্রসেস' জার্নালে প্রকাশিত হয়েছে।
advertisement
7/8
গবেষকদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে, কর্মচারীরা যাঁরা ই-মেল, জুম প্রোফাইল বা এমনকী টি-শার্টে কোম্পানির লোগোতে ছবি এবং ইমোজি ব্যবহার করে তাঁদের কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
advertisement
8/8
গবেষকদের মতে, প্রতিষ্ঠানের লোকেদের একটি ছবি বা ইমোজি পাঠানোর আগে দু'বার ভাবুন, কারণ এতে আপনার চরিত্রের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Emoji Using: কথায় কথায় ইমোজি ব্যবহার করেন? আপনি তবে 'দুর্বল' মানুষ, বলছে সমীক্ষা!