TRENDING:

Plants That Grow Without Sunlight: বারান্দায় রোদ নেই? ভাববেন না! আলো ছাড়াই তরতরিয়ে বাড়ে এই ৭ গাছ!

Last Updated:
Plants That Grow Without Sunlight: আলো ছাড়াই তরতরিয়ে বাড়ে এই গাছগুলি! সূর্যালোকের পরোয়া নেই। ঘরে না বারান্দায় কোথায় রাখবেন? চিনে নিন এই বিশেষ গাছগুলি।
advertisement
1/10
বারান্দায় রোদ নেই? ভাববেন না! আলো ছাড়াই তরতরিয়ে বাড়ে এই ৭ গাছ!
আলো ছাড়া গাছ ভাল থাকে, এমন শুনেছেন কখনও? হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনও হয়। ৯টি গাছের কথা জানা যাক, যেগুলি একেবারে কম সূর্যালোকে তরতরিয়ে বাড়ে।
advertisement
2/10
আলো প্রায় লাগে না বললেই হয়। জল আর সূর্যালোক গাছের বেড়ে ওঠার জন্য আবশ্যক বলেই আমরা জানি। কিন্তু এই গাছগুলির বেড়ে ওঠার জন্য সরাসরি সূর্যালোকের দরকার পড়ে না। জানেন কোন কোন গাছ?
advertisement
3/10
Snake plant: প্রথমেই নাম করা যাক স্নেক প্ল্যান্টের। এই গাছ বাহারি গাছের ভিড়ে দেখেছেন সবাই, নাম হয়তো জানেন না। সূর্যের আলো না পেলে এই গাছ সুন্দর করে বাড়ে। কোনও রকম যত্নের দরকার পড়ে না এই গাছের পরিচর্যায়।
advertisement
4/10
ZZ plant: ইনডোর প্ল্যান্টের মধ্যে এটিও বেশ জনপ্রিয়। অল্প জলের ছিটে পেলেই দিব্যি বেঁচে থাকে এই গাছ। ঘরের কোণে আলো ছাড়াই শোভা পায়।
advertisement
5/10
Pothos: মানি প্ল্যান্ট বা পোথোস কিন্তু সূর্যের আলো ছাড়াও বাড়তে পারে। ছায়াঘেরা এলাকায় যেমন গাছ বেয়ে বেয়ে আকাশ ছুঁতে চায় এই গাছ, তেমনই, ঘরের মধ্যে কাচের জারেও অল্প জলে বছরের পর বছর থাকে এই গাছ। সূর্যালোক দরকার পড়ে না।
advertisement
6/10
Peace Lily: অপূর্ব সাদা, সুন্দর এই ফুল দেখলেই শান্তি আছে। নামও তেমনই, পিস লিলি। এই গাছের ঝকঝকে লম্বা পাতাও নয়নাভিরাম। অথচ রোদের দরকারই হয় না এই গাছের।
advertisement
7/10
Jade plant: রসালো পুরু পাতার জন্যই জনপ্রিয় এই জেড প্ল্যান্ট। সূর্যালোক পেলে শুকিয়ে যায় এই গাছ।
advertisement
8/10
Spider plant: লম্বা লম্বা পাতা কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ে ঠিক মাকড়সার মতো দেখায়। সূর্যালোক ছাড়াই ঝাঁকড়া হয়ে যায় স্পাইডার প্ল্যান্ট।
advertisement
9/10
Parlor palm: ছোট্ট, সুন্দর এই গাছ ঘরের যে কোণে থাকবে, চোখ যাবেই। ঘর সাজানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখে এই গাছ। উপযুক্ত খনিজ সমৃদ্ধ মাটি আর জল ছাড়া অন্য কিছুই লাগে না এই গাছের।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Plants That Grow Without Sunlight: বারান্দায় রোদ নেই? ভাববেন না! আলো ছাড়াই তরতরিয়ে বাড়ে এই ৭ গাছ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল