Personality Test: আপনার আশপাশের নেতিবাচক মানুষ চিনবেন কীভাবে? সহজ উপায় আপনার হাতেই, সময় থাকতে সাবধান হন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Personality Test: আমাদের জীবনে আসা প্রতিটি মানুষই কোনও না কোনওভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষই জীবনে নতুন কিছু শিখিয়ে যায়। কেউ যেমন জীবনে ভাল কিছু শিখিয়ে যায় তেমনই কিছু মানুষ রয়েছেন, যারা জীবনে শুধু নেতিবাচক প্রভাবই ফেলেন। এসব মানুষ থেকে সতর্ক থাকা উচিত।
advertisement
1/8

*আমাদের জীবনে আসা প্রতিটি মানুষই কোনও না কোনওভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা মানুষই জীবনে নতুন কিছু শিখিয়ে যায়। কেউ যেমন জীবনে ভাল কিছু শিখিয়ে যায় তেমনই কিছু মানুষ রয়েছেন, যারা জীবনে শুধু নেতিবাচক প্রভাবই ফেলেন। এসব মানুষ থেকে সতর্ক থাকা উচিত। দূরে থাকা উচিত। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। প্রতীকী ছবি।
advertisement
2/8
*কিন্তু কিভাবে চিনবেন একজন নেতিবাচক মানুষ? এ বিষয়ে মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান, নেতিবাচক এমন কিছু মানুষ থাকে, যারা সবসময় নেতিবাচক চিন্তা করেন এবং সেই মানুষের কাছাকাছি থাকলে আপনার মধ্যেও নেতিবাচক চিন্তার প্রভাব পড়তে পারে। এ ধরনের মানুষ সবসময় অন্যের সমালোচনা করতে পছন্দ করেন। প্রতীকী ছবি।
advertisement
3/8
*আধিপত্য বিস্তারকারী: এই ধরনের মানুষ সবসময় আপনার ওপর আধিপত্য চালাতে চাইবেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে নানা ধরনের কাজ করতে বাধ্য করবেন। এসব মানুষ অপরকে তার নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য, এদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।
advertisement
4/8
*মিথ্যাবাদী: যারা ক্রমাগত মিথ্যা বলেন তারা বিশ্বাসের পাশাপাশি মানসিক শান্তিও ভেঙে দিতে পারেন। এই ধরনের মানুষ চিহ্নিত করা এবং তাদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।
advertisement
5/8
*অহংকারী মানুষ: অহংকারী মানুষ কেবল নিজেকে নিয়েই চিন্তা করে। নিজের প্রসংশায় মেতে থাকেন এবং সুখ অনুভব করেন। এরা অন্যের প্রতি মোটেও সহানুভূতিশীল নন। এই ধরনের মানুষ যে কাউকে মানসিকভাবে আঘাত করতে পারেন। এ কারণে তাদের থেকে দূরে থাকা জরুরি। প্রতীকী ছবি।
advertisement
6/8
*হতাশা এবং ব্যর্থতা: কিছু মানুষ রয়েছেন, তারা সবসময় হতাশা এবং ব্যর্থতা নিয়ে আলোচনায় থাকতে ভালবাসেন এবং অন্যের সাফল্য ভালভাবে মেনে নিতে পারেন না। তার এসব হতাশা দিয়েই আপনার শক্তি নিষ্কাশন করে নেন। এসব মানুষ ক্রমাগত অভিযোগ করতে পারেন এবং আপনাকেও তার চিন্তার সঙ্গে হতাশায় ফেলতে পারেন। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে, এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রতীকী ছবি।
advertisement
7/8
*নাটুকে মানুষ: এই ধরনের মানুষ ছোটখাটো বিষয় নিয়ে নাটক তৈরি করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এসব ব্যক্তিরা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক খারাপ প্রভাব ফেলতে পারে। এ কারণে তাদের থেকে দূরে থাকা জরুরি। প্রতীকী ছবি।
advertisement
8/8
*জীবনের ভালোভাবে সুস্থ ভাবে বাঁচতে চাইলে আপনাকে এই কিছু কিছু মানুষের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তবেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Test: আপনার আশপাশের নেতিবাচক মানুষ চিনবেন কীভাবে? সহজ উপায় আপনার হাতেই, সময় থাকতে সাবধান হন