TRENDING:

Indoor Plants: অক্সিজেনে ভরে যাবে ঘর, বিরাট উপকার জীবকূলের! ঘরে রাখুন 'এই' সব গাছ...

Last Updated:
Indoor Plants for more oxygen supply: কিছু গাছ রয়েছে, যেগুলো লাগালে আপনি অক্সিজেনও পেতে পারেন বেশি। ঘর ভরে থাকবে বিশুদ্ধ বাতাসে!...কোন কোন গাছ, জেনে নিন।
advertisement
1/12
অক্সিজেনে ভরে যাবে ঘর, বিরাট উপকার জীবকূলের! ঘরে রাখুন 'এই' সব গাছ...
বেঁচে থাকার জন্য, শ্বাস নেওয়ার জন্য আমাদের প্রতি দিন বিপুল পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করে –– যা প্রায় ১৪৫ গ্যালন। যাঁদের শারীরিক সক্রিয়তা বেশি, কাজের ধরন অনুযায়ী কেউ কেউ এর বেশিও অক্সিজেন গ্রহণ করে থাকেন।
advertisement
2/12
উদ্ভিদই একমাত্র সজীব অস্তিত্ব, যার থেকে গোটা জীবকূল অক্সিজেন পায়। জনবিস্ফোরণের যুগে অক্সিজেনের চাহিদা আরও ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে মুশকিল আসান হতে পারে বেশি করে গাছ লাগানো।
advertisement
3/12
ঘরেও গাছ লাগিয়ে চোখ জুড়োতে চান অনেকেই। সবুজের সমারোহে থাকার আরামই আলাদা। কিন্তু জানেন, কিছু গাছ রয়েছে, যেগুলো লাগালে আপনি অক্সিজেনও পেতে পারেন বেশি। ঘর ভরে থাকবে বিশুদ্ধ বাতাসে!...কোন কোন গাছ, জেনে নিন।
advertisement
4/12
১. স্নেক প্ল্যান্ট: বেডরুমে ও খাবার ঘর অর্থাৎ ডাইনিং রুম তথা ডাইনিং স্পেসে এই গুল্ম গাছ লাগালে বাড়ির সৌন্দর্যও বাড়ে। স্নেক প্ল্যান্ট বাতাসের টক্সিন শুষে নেয়, ট্রাইক্লোরোথাইলিন ফর্মাল ডিহাইড জাতীয় ক্ষতিকারক উপাদান শোষণ করে, ২০০ বর্গ মিটার অবধি এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারে। রাতেও অক্সিজেন সরবরাহ করে।
advertisement
5/12
২. তুলসী গাছ: অনেক হিন্দু বাড়িতে থাকেই। পুজোর লক্ষ্যেই মূলতঃ। কিন্তু এর বৈজ্ঞানিক গুণাবলীও অসামান্য। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে তুলসী গাছ অহরহ আমাদের চারপাশের বাতাসকে বিশুদ্ধ করছে। নইলে কী আর হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে, তুলসী গাছে স্বয়ং নারায়ণের বাস!
advertisement
6/12
৩. অ্যালোভেরা গাছ: এ ব্যাপারে ভীষণ কার্যকরী গাছ। খারাপ বাতাস পরিশুদ্ধ করে। একটা অ্যালোভেরা গাছ ৯টা কৃত্রিম এয়ার পিউরিফায়ারের সমান কাজ করতে পারে। খুব তাড়াতাড়ি বাতাসের ক্ষতিকর টক্সিন শোষণ করে নেয়।
advertisement
7/12
৪. মানিপ্ল্যান্ট: এক দিকে ফেন শ্যুই মতে গৃহস্থের জন্য শুভ গাছ, অন্য দিকে এটি একটি দুর্দান্ত এয়ার ক্লিনজিং প্ল্যান্ট। মানিপ্ল্যান্ট বাড়ির দূষিত গ্যাস বেঞ্জিন, ফর্মাল ডিহাইড, ইথিলিনের মাত্রা অনেকটা হ্রাস করে।
advertisement
8/12
৫. বাঁশ গাছ: বাড়িতে লাগালে ঘরের ভেতরেও অক্সিজেনের মাত্রা বাড়ায়। ক্ষতিকারক টক্সিন, বেঞ্জিন, বাতাসের দূষিত কণা টোলুইন শোষণ করতে পারে বাঁশ গাছ।
advertisement
9/12
৬. পিস লিলি: দেখতে সুন্দর এবং পিস লিলি গাছ বাতাসকে শুদ্ধ করার ক্ষমতা রাখে। এর অভ্যন্তরীণ বায়ু প্রায় ৬০ শতাংশ বেশি বলে এত উন্নত মানের উদ্ভিদ বাতাস শুদ্ধকারক যে, 'নাসা' পিস লিলি-কে অনুমোদন দিয়েছে এ ব্যাপারে। এটি অ্যালকোহল থেকে ক্ষতিকারক বাষ্প শোষণ করতে পারে।
advertisement
10/12
৭. জারবেরা ডেইজি: এক ধরনের রঙিন ফুল জারবেরা ডেইজি। ২৪ ঘন্টাই বায়ুবাহিত ফর্মাল ডিহাইডের অর্ধেক, বেঞ্জিনের ৬৭ শতাংশ, ট্রাইক্লোরোথাইলিনের ৩৫ শতাংশ কমিয়ে দেয়।
advertisement
11/12
৮. জেড প্ল্যান্ট: এটিও ফেন শ্যুই মতে বাড়িতে লাগানো শুভ। এ ছাড়াও জেড প্ল্যান্ট বাড়ির ক্ষতিকারক বাষ্প শোষণ করে।
advertisement
12/12
৯. আরেকা পাম গাছ: বায়ু থেকে ক্ষতিকারক দূষিত কণা শোষণ করে পরিশুদ্ধ করে। পরিশোধিত বায়ু বাড়িতে সরবরাহ করে আরেকা পাম গাছ। আমাদের শরীরের শ্বাসযন্ত্রের নানা রোগ কমায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indoor Plants: অক্সিজেনে ভরে যাবে ঘর, বিরাট উপকার জীবকূলের! ঘরে রাখুন 'এই' সব গাছ...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল