সকালে প্রথম সিগারেটের সুখটানে মাথা ঘোরে? ধূমপান এখনই ছাড়ুন নইলেই বিপদ! নতুন গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ধূমপানের অভ্যাস কমবেশি অনেকেরই আছে। বেশির ভাগ মানুষই জানেন ধূমপানের ফল মারাত্মক হতে পারে। এর ফলে ভবিষ্যতেও বড় ক্ষতি হতে পারে তাঁদের। এর পরেও কিছুতেই ছাড়তে পারেন না এই অভ্যাস।
advertisement
1/7

ধূমপানের অভ্যাস কমবেশি অনেকেরই আছে। বেশির ভাগ মানুষই জানেন ধূমপানের ফল মারাত্মক হতে পারে। এর ফলে ভবিষ্যতেও বড় ক্ষতি হতে পারে তাঁদের। এর পরেও কিছুতেই ছাড়তে পারেন না এই অভ্যাস। (প্রতীকী ছবি)
advertisement
2/7
কিন্তু কাদের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা বেশি? তার কি আগাম আভাস পাওয়া সম্ভব? তা কি আদৌ সম্ভব, কী বলছে সাম্প্রতিক কালের গবেষণা? (প্রতীকী ছবি)
advertisement
3/7
সম্প্রতি আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিসা এরিংগারের নেতৃত্বে একটি দল সকালে ধূমপানের প্রভাবে শরীরে কী কী হয়, তা নিয়ে গবেষণা চালিয়েছে। অনেকেরই সকালের প্রথম ধূমপানের সময়ে মাথা ঘোরে। গবেষণা বলছে, যাঁদের এমন হয়, তাঁদের ধূমপানের প্রতি আসক্তি বেশি। এবং তাঁদের পক্ষে ধূমপান ত্যাগ করা তুলনায় কঠিন। (প্রতীকী ছবি)
advertisement
4/7
কেন এমন হয়? ধূমপানের সময়ে রক্তে নিকোটিন নামক যৌগ মেশে। বহু ক্ষণ রক্তে নিকোটিন না থাকার পরে হঠাৎ করে নিকোটিন এসে হাজির হলে অনেকের মাথা ঘুরতে থাকে। কিন্তু সকলের তা হয় না কেন? (প্রতীকী ছবি)
advertisement
5/7
গবেষণা বলছে, এর কারণ বিশেষ ধরনের জিন। ‘নিকোটিন রিসেপটর জিন’ বা ‘সিএইচআরএনএ১০’ নামক এই জিন যাঁদের শরীরে আছে, বেশির ভাগ ক্ষেত্রে তাঁদেরই এই সমস্যা হয়। সকালের প্রথম ধূমপানে মাথা ঘুরতে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
এই জিন যাঁদের শরীরে থাকে, তাঁদের নিকোটিনের প্রতি আসক্তি বেশি হয়— তেমনই বলছে গবেষণা। এবং পরবর্তী কালে ধূমপানের ফলে হওয়া নানা ধরনের সমস্যা তাঁদেরই বেশি মাত্রায় দেখা যায়। শ্বাসের সমস্যা তো বটেই, এমনকি ফুসফুসের ক্যানসারের মাত্রাও তাঁদের ক্ষেত্রে বেশি হয়। তেমনই বলছে গবেষণা। (প্রতীকী ছবি)
advertisement
7/7
তাই সকালের প্রথম ধূমপানে যাঁদের মাথা ঘোরে, তাঁদের দ্রুত এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সকালে প্রথম সিগারেটের সুখটানে মাথা ঘোরে? ধূমপান এখনই ছাড়ুন নইলেই বিপদ! নতুন গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য