Shattila Ekadashi 2023:ষটতিলা একাদশীতে এই কাজগুলো করুন, ভাগ্য বদলে যাবে, টাকা-গাড়ি-বাড়ি সব পাবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর জন্য উপবাস করলে জীবনে প্রতিপত্তি বৃদ্ধি হয়, আর্থিক অভাব ঘোঁচে, জীবনে বিশাল-অর্থ লাভ হয়। চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী।
advertisement
1/8

মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর জন্য উপবাস করলে জীবনে প্রতিপত্তি বৃদ্ধি হয়, আর্থিক অভাব ঘোঁচে, জীবনে বিশাল-অর্থ লাভ হয়। চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী। এদিন, এই কয়েকটা কাজ করুন, বছরভর ভাগ্য আপনার সহায় থাকবে, টাকার অভাব হবে না, উপরন্তু গাড়ি-বাড়ি-টাকা উপচে পড়বে--
advertisement
2/8
ষটতিলা একাদশীতে ছয়টি উপায়ে তিল ব্যবহার করা হয়। এতে তিল দিয়ে স্নান, তিল সিদ্ধ করা, তিল দিয়ে যজ্ঞ, তিল দিয়ে তর্পণ, তিল খাওয়া ও তিল দান করা হয়। ৬টি উপায়ে তিল ব্যবহার করা হয় বলেই একে ষটতিলা একাদশীর উপবাস বলা হয়।
advertisement
3/8
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে একাদশী তিথি শুরু হবে, যা ১৮ জানুয়ারি ৪টে ৩ মিনিটে শেষ হবে। ১৯ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৯টা ২৯ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করার শুভ সময়। উদয়া তিথি অনুযায়ী ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী পালিত হবে।
advertisement
4/8
এই একাদশীতে একাধিক শুভযোগ থাকছে। এই তিথিতে বৃদ্ধি যোগ থাকবে ১৮ জানুয়ারি সকাল ৫টা ৫৮ মিনিট থেকে ১৯ জানুয়ারি ভোররাত ২টো ৪৭ মিনিট পর্যন্ত। আবার ১৮ জানুয়ারি সকাল ৭টা ২ মিনিট থেকে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৫টা ২২ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি ও সর্বার্থসিদ্ধি যোগ থাকবে।
advertisement
5/8
যে ব্যক্তি ষটতিলা একাদশীর উপবাস করেন তার এই দিনে ভাত খাওয়া উচিত নয়, ভুলেও খাবেন না আমিষ খাবার।
advertisement
6/8
ষটতিলা একাদশীর দিন ভুলেও রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি খাবার খাবেন না
advertisement
7/8
ষটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা উচিত এবং হলুদ মিষ্টি নিবেদন করুন
advertisement
8/8
ষটতিলা একাদশীতে গঙ্গায় স্নান করার পর তিল ও কম্বল গরীবদের দান করুন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shattila Ekadashi 2023:ষটতিলা একাদশীতে এই কাজগুলো করুন, ভাগ্য বদলে যাবে, টাকা-গাড়ি-বাড়ি সব পাবেন