Home Hacks: ৬ ঘণ্টায় হাতেনাতে ফল! পেঁয়াজ-রসুনের দিয়ে করুন 'এই' কাজ! বাড়ির কাছে ঘেঁষবে না একটাও ইঁদুর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Home Hacks: সকলের বাড়িতেই ইঁদুরের উৎপাত দেখতে পাওয়া যায়। তবে ইঁদুরের সমস্যা সমাধানে করতে পারেন সামান্য কিছু কাজ।
advertisement
1/9

*কমবেশি সকলের বাড়িতেই ইঁদুরের উৎপাত দেখতে পাওয়া যায়। তবে যখন উৎপাত ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, তখনই সমস্যা তৈরি হয় অনেকটাই।
advertisement
2/9
*তবে এই বিষয়ে এক গৃহিণী করবী মিত্র জানান, ইঁদুরের সমস্যা সমাধানে করতে পারেন সামান্য কিছু কাজ। আর এই সামান্য কাজ করলেই বাড়ির কাছেও আর ঘেষবে না ইঁদুর।
advertisement
3/9
*ইঁদুর যদি বাড়িতে সমস্যা সৃষ্টি করে এবং তা থেকে মুক্তি পেতে বিষ এবং খাঁচাও ব্যর্থ হয়। তবে বাড়িতেই এই ৫টি জিনিস ইঁদুরের সমস্যা থেকে মুক্তি দিতে পারে খুব সহজে।
advertisement
4/9
*এই গাছপালা শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে না। ইঁদুরকে বাড়ি থেকে দূরে রাখতেও অনেকটাই কাজে লাগবে। ইঁদুর সহজে বাড়ির কাছে ঘেঁষবে না।
advertisement
5/9
*রসুনের গাছ শুধু খাবারের স্বাদ বাড়ায় না। রসুনের মধ্যে উপস্থিত একাধিক সালফার যৌগের কারণে, একটি তীব্র গন্ধ থাকে। ফলে ইঁদুরদের বাড়ি থেকে সহজে তাড়িয়ে দেয়।
advertisement
6/9
*সুন্দর ল্যাভেন্ডার গাছ কেবল সুগন্ধের জন্যই পরিচিত নয়। ঘরের যে স্থানে ইঁদুর সবচেয়ে বেশি। সেখানে ল্যাভেন্ডার গাছের কিছু ডাল বা গাছের একটি টব রেখে দিতে পারেন।
advertisement
7/9
*পুদিনা গাছ যে কোনও পানীয় এবং চাটনিকে সুগন্ধে পূর্ণ করে তোলে। এই গন্ধই ইঁদুরের একেবারে অপছন্দের কারণ। পুদিনার ঘ্রাণ ইঁদুর তাড়ায়। পুদিনার গন্ধে ইঁদুর আসবে না।
advertisement
8/9
*লেমনগ্রাস দেখতে ঘাসের মতো। এই গাছটি নিজের সুগন্ধের জন্য পরিচিত। যা ইঁদুর খুব অপছন্দ করে। শুধু ইঁদুর নয়, পোকামাকড় ঘর থেকে দূরে থাকে এই গন্ধে।
advertisement
9/9
*পেঁয়াজ গাছ যা খাবারের স্বাদ বাড়ায়। বাড়ির ইঁদুরের সমস্যাও দূর করে। কাঁচা পেঁয়াজের তীব্র গন্ধে ইঁদুরদের চোখ জ্বালা করে। যার কারণে তারা ঘর থেকে দূরে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Hacks: ৬ ঘণ্টায় হাতেনাতে ফল! পেঁয়াজ-রসুনের দিয়ে করুন 'এই' কাজ! বাড়ির কাছে ঘেঁষবে না একটাও ইঁদুর