TRENDING:

এই দীপাবলিতে বাড়ি সাজান এ ভাবে, রইল কিছু টিপস

Last Updated:
সাজসজ্জা ছাড়া দিওয়ালি অসম্পূর্ণ। সারা বাড়ি সেজে ওঠে প্রদীপ, মোমবাতি ও বিভিন্ন বৈদ্যুতিক, ডিজিটাল রংবেরঙের আলোর মাধ্যমে
advertisement
1/9
এই দীপাবলিতে বাড়ি সাজান এ ভাবে, রইল কিছু টিপস
দুর্গাপুজো, নবরাত্রির রেশ কাটতে না কাটতেই আরেক উৎসবের আগমন। আসছে আলোর উৎসব। দীপাবলি বা দিওয়ালি। প্রত্যেকেই নিজের বাড়িকে সুন্দর করে সাজায় নানান রকমের আলো দিয়ে। এইবছর দীপাবলি বা দিওয়ালি উদযাপিত হবে ১৪ নভেম্বর। সবাই বাড়ি ঘর পরিষ্কার, সাজানো এবং দিওয়ালির কেনাকাটার মাধ্যমে উৎসবের জন্য প্রস্তুতি শুরু করে।
advertisement
2/9
সাজসজ্জা ছাড়া দিওয়ালি অসম্পূর্ণ। সারা বাড়ি সেজে ওঠে প্রদীপ, মোমবাতি ও বিভিন্ন বৈদ্যুতিক, ডিজিটাল রংবেরঙের আলোর মাধ্যমে। বাড়ির দ্বারপথগুলি মোমবাতি এবং প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে এবারের দিওয়ালি হয়ে যাক একটু অন্যরকম! বাড়ি সাজানোর জন্য বিভিন্ন জিনিস তো অবশ্যই কিনবেন। কিন্তু, কেনাকাটার পাশাপাশি ঘর সাজানোর জন্য নিজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন কিছু আকর্ষণীয় জিনিস। অল্প বাজেটে উৎসবকে করে তুলুন সুন্দর এবং আলোকযুক্ত।
advertisement
3/9
রঙ্গোলী - ঘরের বাইরে বিভিন্ন ধরনের রঙ নিয়ে এই রঙ্গোলী আঁকতে পারেন। উৎসবের দিনগুলিতে এই রঙ্গোলী-কে শুভ বলে মনে করা হয়। বলা হয় যে রঙ্গোলীতে ইতিবাচক দিক ফুটে ওঠে, যা ঈশ্বরকে আকর্ষণ করে। দিওয়ালিতে এই রঙ্গোলীর মাধ্যমে সাজিয়ে তুলতে পারেন আপনার বাড়ির মেজে বা উঠোন।
advertisement
4/9
ঝুলন্ত লন্ঠন - এবার আপনার ঘর সাজান উজ্জ্বল রঙের হ্যাঙ্গিং লন্ঠন দিয়ে। এমনকি আপনি রঙিন কাগজ বা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ইত্যাদি দিয়ে লন্ঠন তৈরি করতে পারেন।
advertisement
5/9
স্ট্রিং লাইট - স্ট্রিং লাইট দেখতেও ভাল অথচ খুবই সাশ্রয়ী এবং অল্প মূল্যের। এগুলি আপনি যেকোনো দোকানে খুব সহজেই পেয় যাবেন। স্ট্রিং লাইট অতি সহজে বাড়ি সাজানোর জন্য খুবই প্রয়োজনীয় একটি লাইট। স্ট্রিং লাইট বিভিন্ন ডিজাইন ও রঙের পাওয়া যায়। বাড়ির যে কোনও নির্দিষ্ট কোণায় ঘাটতি পূরণ করার জন্য আপনি এই লাইট গুলিকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাড়ির বারান্দা থেকে উঠান সাজানোর জন্যও ব্যবহার করেতে পারেন।
advertisement
6/9
রঙিন কাপড় - আলোর মতোই ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন রঙিন কাপড়। বিভিন্ন রঙের সিল্ক বা নেটের কাপড়, ওড়না দিয়ে বাড়ির সিলিং সুন্দর করে সাজিয়ে নিন। সিঁড়ির হাতলে কাপড় জড়িয়ে সাথে লাইটের চেন লাগিয়ে সাজিয়ে দিতে পারেন। আবার চাইলে কাপড়গুলিকে বিভিন্ন ডিজাইনের আকারে কাটে লাগিয়ে মাঝখানে ঝুলিয়ে দিন রংবেরঙের লন্ঠন।
advertisement
7/9
চুড়ির ল্যাম্প - এই দিওয়ালিতে নিজেই বাড়িতে তৈরী করে নিন লাম্প। যেই চুড়িগুলি বাড়িতে অব্যবহৃত হয়ে পরে রয়েছে সেগুলিকে সংগ্রহ করুন। চুড়িগুলো একত্রিত করে আঠার মাধ্যমে একটির উপর আরেকটি চুড়ি বসিয়ে নিন। মাঝে যে কোনো রঙের মোমবাতি বসিয়ে দিন। তৈরি হয়ে গেল সুন্দর প্রদীপ আকৃতির ল্যাম্প।
advertisement
8/9
একটি গোল পাত্রে জল ভরে সেই জলের মধ্যে টাটকা বা শুকনো ফুল ভাসিয়ে তার মধ্যে মধ্যে জ্বালিয়ে রাখুন প্রদীপ বা ডিজাইনার মোমবাতি। বাড়ির লিভিং রুমে বা উঠনে রাখুন এই ডেকরেশন। যাতে ঘরে ঢুকেই অতিথির চোখে পড়ে।
advertisement
9/9
বেশ কয়েকটি রংবেরঙের প্রদীপকে একসাথে আঠার মাধ্যমে যুক্ত করে নিন। এরপর কয়েকটি ছোটো ছোটো রংবেরঙের পাথর বা পুঁথি একসাথে গেঁথে নিয়ে তার নীচে সেই সংযুক্ত প্রদীপগুলি লাগিয়ে দিন। এই পুরো জিনিসটি একটি সুন্দর প্রদীপের ঝাড়বাতির মতো লাগবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই দীপাবলিতে বাড়ি সাজান এ ভাবে, রইল কিছু টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল