দীপাবলিতে ঘরে টিকটিকি দেখা গেলে তাড়াবেন না, বরং এই কাজটা সঙ্গে সঙ্গে করুন; জীবনে নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Diwali 2023 Lizard Astro: এমনিতে যদিও বাড়িতে টিকটিকি ঘুরে বেড়াতে দেখলেই অনেকে ভয় পেয়ে যান। অস্বস্তিবোধও করেন অনেকে। তবে তাঁরা হয়তো জানেন না যে, ঘরে টিকিটিকির আগমন কিন্তু শুভ ফলদায়ক হতে পারে।
advertisement
1/5

গৌরব সিং, ভোজপুর: দীপাবলির সময় ঘরে টিকটিকির দেখা পাওয়াকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, টিকটিকিকে দেবী লক্ষ্মীর রূপ বলে ধরা হয়। আর দীপাবলির দিনে টিকটিকি দেখা গেলে বুঝতে হবে যে, ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটেছে। তাই বাড়ির গুরুজনরা দীপাবলির দিন সন্ধ্যাবেলায় সমস্ত দরজা খুলে রাখার পরামর্শ দিয়ে থাকেন।
advertisement
2/5
তাঁদের যুক্তি, আজ দেবী লক্ষ্মীর পুজোর দিন। তাই যাতে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে, তার জন্য সমস্ত দরজা-জানলা খুলে রাখা উচিত। এমনিতে যদিও বাড়িতে টিকটিকি ঘুরে বেড়াতে দেখলেই অনেকে ভয় পেয়ে যান। অস্বস্তিবোধও করেন অনেকে। তবে তাঁরা হয়তো জানেন না যে, ঘরে টিকিটিকির আগমন কিন্তু শুভ ফলদায়ক হতে পারে। দীপাবলির দিনে কেন মানুষ ঘরে টিকটিকিদের আমন্ত্রণ জানান?
advertisement
3/5
পণ্ডিত অনিল মিশ্র বলেন, যাঁরা দীপাবলির দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ চান, তাঁরা টিকটিকির কাছ থেকেই মায়ের আশীর্বাদ পাবেন। যদি এই শুভ দিনে ঘরের দেওয়াল বেয়ে টিকটিকিদের চলাচল করতে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, বাড়ির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রয়েছে। যদিও বহু মানুষ মনে করে, বাড়িতে টিকটিকি থাকা ভাল নয়। কিন্তু দীপাবলির দিনে ঘরে টিকটিকি দেখলে তার তাৎপর্যই আলাদা হয়ে যায়।
advertisement
4/5
বিষয়টাকে শুভ বলেই গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, টিকটিকির দেখা মিললে আর্থিক বাধা-বিপত্তিও দূর হয় এবং ঘরে আসতে থাকে টাকার প্রাচুর্য। পণ্ডিত অনিল মিশ্রর কথায়, ঘরের দেওয়ালে টিকটিকির দেখা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বাড়ির ঠাকুরঘরে অথবা পুজোর সিংহাসনে রাখা চাল নিয়ে এসে তা টিকটিকির উপর ছিটিয়ে দিতে হবে। আর এটা করার সময় নিজের মনোবাসনার কথা বলতে হবে। এতে সেই মনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। আর কী কী মান্যতা রয়েছে?
advertisement
5/5
বিহারের আরার বাসিন্দা পণ্ডিত অনিল মিশ্র বলেন, দীপাবলির দিনে ঘরে টিকটিকির পুজো করা হলে আর্থিক সমস্ত সমস্যার সমাধান হবে। সম্পদ লাভের নতুন নতুন পথও সামনে খুলে যাবে। শাস্ত্রে এমনটাই উল্লিখিত রয়েছে। আসলে মনে করা হয়, টিকটিকি যেভাবে ঘরের দেওয়ালে আটকে থাকে, ঠিক সেরকম ভাবেই বাড়িতে অর্থ এবং সম্পদ ধরে রাখে এই সরীসৃপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দীপাবলিতে ঘরে টিকটিকি দেখা গেলে তাড়াবেন না, বরং এই কাজটা সঙ্গে সঙ্গে করুন; জীবনে নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ