Diwali 2023: বাজি ফাটাতে গিয়ে পুড়ে গেলে ভুলেও করবেন না এই কাজ! হতে পারে বড় সর্বনাশ, সঠিক উপায় শেখালেন চিকিৎসক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বহুমানুষই বাজি ফাটাতে গিয়ে আহত হন। কিন্তু কোনও কারণে আঘাত লাগলে চটজলদি বাড়িতে কী করবেন?
advertisement
1/6

দীপাবলি মানেই আলোর রোশনাই, আতশবাজির ঝলকানি। কিন্তু আতশবাজির কারণে দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। বহুমানুষই বাজি ফাটাতে গিয়ে আহত হন। কিন্তু কোনও কারণে আঘাত লাগলে চটজলদি বাড়িতে কী করা উচিত?
advertisement
2/6
চর্মরোগ ও সৌন্দর্য বিশেষজ্ঞ ডাঃ আদর্শ জিন্দাল শেখালেন বাজিতে পুড়ে শরীরের কোনও অংশ দগ্ধ হলে ঠিক কি করা উচিত৷ প্রাথমিক চিকিৎসা সঠিক হলে আঘাত দ্রুত সেরে যাবে৷ এই চিকিৎসা একেবারেই ঘরোয়া৷ বাড়িতে মজুত থাকা বিভিন্ন জিনিসকেই ব্যবহার করা হবে৷
advertisement
3/6
ডাঃ আদর্শ জিন্দালের মতে, পোড়া জায়গাটিকে বহমান জলের নীচে রাখুন। অর্থাৎ প্রায় ১০ থেকে ১৫ মিনিট ট্যাপের জলের মতো কোনও ধারার নীচে রাখুন। তবে খেয়াল রাখতে হবে ধারা যেন তীব্র না হয়৷ তবে কখনও পোড়া জায়গায় বরফ লাগানো উচিত নয়৷
advertisement
4/6
পোড়া জায়গায় ব্যান্ডেজ বাঁধার জন্য কখনও তুলোর ব্যবহার করবেন না৷ তুলো ক্ষতস্থানে আটকে গিয়ে বিপদ ডেকে আনতে পারে৷ তার বদলে সুতির কাপড় বেছে নিন৷
advertisement
5/6
ডাঃ জিন্দাল বলেছেন যে বাজি ফাটানোর সময় সুতির জামাকাপড় পরুন৷ এতে আগুন লাগার সম্ভাবনা কম থাকে৷ পোড়া জায়গায় যেকোনো অ্যান্টিবায়োটিক ক্রিম বা সিলভার সালফার ডিগ্রেসিং ক্রিম লাগাতে পারেন।
advertisement
6/6
সর্বোপরি, বাজি ফাটানোর সময় বিশেষভাবে সতর্ক থাকা জরুরি৷ অসতর্কতার ফলেই ঘটে যেতে পারে মারাত্মক কোনও দুর্ঘটনা৷ আঘাত তীব্র হলে রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2023: বাজি ফাটাতে গিয়ে পুড়ে গেলে ভুলেও করবেন না এই কাজ! হতে পারে বড় সর্বনাশ, সঠিক উপায় শেখালেন চিকিৎসক