TRENDING:

Diwali 2020: এ বছর বাজি থেকে দূরে থেকেই মেতে উঠুন আলোর উৎসবে

Last Updated:
সতর্কতা অবলম্বন করে কী কী উপায়ে দীপাবলি উৎসবের আনন্দ নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক ৷
advertisement
1/6
Diwali 2020: এ বছর বাজি থেকে দূরে থেকেই মেতে উঠুন আলোর উৎসবে
দীপাবলি মানে আলোর উৎসব। মনের অন্ধকারকে দূরে সরিয়ে রেখে শুভ শক্তির আরাধনা করা হয় এই সময়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আট থেকে আশি সবাই আনন্দে মাতেন এই দিন। বাজি পোড়ানো থেকে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে খুশির উৎসব পালন করেন সকলে। কিন্তু এই বছর করোনা কাঁটায় সবই মাটি। পরিস্থিতি আরও খারাপ যাতে না হয়, তার জন্য এ বছর বার বার বাজি পোড়াতে নিষেধ করছেন চিকিৎসকরা। Photo: Shinjini Dutta
advertisement
2/6
ক্ষতি হয়েছে, হচ্ছে এবং হবেও। এ হচ্ছে এমন বিষ যা ধীরে ধীরে গ্রাস করে সবকিছু। শুধু বাজি নয়, আসলে বাজি থেকে শুরু করে কৃত্রিম রং দিয়ে তৈরি রঙ্গোলি- অনেক কিছুই পরিবেশের পক্ষে ক্ষতিকর! তা হলে রং, আলো সব কিছুই কি বাদ দিয়ে দেবেন? কখনই নয়, সব থাকবে। শুধু এমন ভাবে দীপাবলির রোশনাই হবে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। Photo: Shinjini Dutta
advertisement
3/6
বাজি বিক্রি বন্ধ হলেও এমন অনেকেই রয়েছেন, যাদের কাছে আগের থেকেই বাজির স্টক ভালমতোই রয়েছে ৷ তাদের অনুরোধ, এ বছর বাজি পোড়ানো থেকে শত শত হাত দূরে থাকাই শ্রেয় ৷ ছোটদের মন খারাপ করলেও বাজির বদলে যতখুশি প্রদীপ জ্বালানোই যায় ৷ পাশাপাশি মুখে মাস্ক লাগিয়ে তার পরেই বাড়ির বাইরে বেরনো উচিত ৷ ভিড় এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল ৷ Photo: Shinjini Dutta
advertisement
4/6
নানা রঙের এবং আকারের মাটির প্রদীপের কোনও বিকল্প হয় না। যদি বাড়ি সাজাতেই হয় মাটির প্রদীপ দিয়ে সাজান। ব্যবহার করুন এলইডি আলো। এর বিকিরণ কম হয়, তা ছাড়া এগুলো রিইউজ ও রিসাইকেল দুই করা যায়। রঙ্গোলি তৈরির ক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে। ফুলের পাপড়ি দিয়েও দিব্যি সুন্দর রঙ্গোলি করা যায়। রং যদি ব্যবহার করতেই হয় তা হলে অরগ্যানিক বা জৈব রং ব্যবহার করুন। Photo: Shinjini Dutta
advertisement
5/6
আগের বছর কি ঘর সাজানোর জন্য কিছু কিনেছিলেন? সেগুলো ঠিকঠাক থাকলে ওগুলোই এ-দিক সে-দিক করে আবার ব্যবহার করুন না! খবরের কাগজ, রংচঙে ওড়না- এ সব দিয়েও ঘর সাজানো যায়। গাদাগুচ্ছ প্লাস্টিকের প্রাণহীন ফুল আর কৃত্রিম রং দিয়ে খামোখা কেন নিজের দীপাবলির মজা নষ্ট করবেন? Photo: Shinjini Dutta
advertisement
6/6
সম্প্রতি মিস ইন্ডিয়া গ্লোবাল ২০২০-র শিরোপাজয়ী শিঞ্জিনি দত্ত কিন্তু বাড়িতেই পরিবারের সঙ্গে এ বছর দীপাবলি উদযাপনের সমস্ত প্ল্যান রেডি রেখেছেন ৷ শহরবাসীর কাছেও তাঁর আবেদন, ‘‘ দয়া করে এ বছর বাড়িতে পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গেই দীপাবলি উদযাপন করুন ৷ বাড়ি সাজিয়ে তুলুন রঙ্গোলি এবং প্রদীপের আলোয় ৷ কিন্তু দয়া করে বাজি ফাটাবেন না ৷ যাতে পরিবেশ আরও দূষিত না হয় ৷ আমরা প্রত্যেকেই অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ ভাল ভাল খাবার খান এবং অবশ্যই স্যানিটাইজ করতে ভুলবেন না ৷ আমার কাছে দিওয়ালি মানে সুন্দর ভাবে সেজেগুজে পরিবারের সঙ্গে ভাল করে সময় কাটানো এবং প্রচুর প্রচুর ছবি তোলা ৷ হ্যাপি দিওয়ালি !’’ Photo: Shinjini Dutta
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2020: এ বছর বাজি থেকে দূরে থেকেই মেতে উঠুন আলোর উৎসবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল