টয়লেটের হলদে ছোপ তুলতে নাজেহাল? কোল্ড ড্রিঙ্ক দিয়ে করুন এই 'ছোট্ট' কাজ...ঝকঝক করবে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Toilet Cleaning Hacks: অনেক সময় পরিষ্কারের পরেও টয়লেটের দাগ থেকে যায়, দুর্গন্ধ দূর হয় না। এমন অবস্থায় যদি এমন কিছু পাওয়া যায় যা সহজলভ্য, সস্তা, প্রাকৃতিক এবং কার্যকর—তাহলে কেমন হয়?
advertisement
1/11

টয়লেট পরিষ্কার করা অনেকের কাছেই বিরক্তিকর একটি কাজ। বাজারচলতি ক্লিনার যেমন ফিনাইল, লাইসোল কিংবা অ্যাসিডের উপর নির্ভর করতে হয়, যেগুলি একদিকে যেমন দামি, তেমনই বেশি ব্যবহার করলে স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।
advertisement
2/11
আবার অনেক সময় দাগ থেকেও যায়, দুর্গন্ধ দূর হয় না। এমন অবস্থায় যদি এমন কিছু পাওয়া যায় যা সহজলভ্য, সস্তা, প্রাকৃতিক এবং কার্যকর—তাহলে কেমন হয়?
advertisement
3/11
এখানেই আসে কোল্ডড্রিঙ্কের কথা। বিশেষ করে কোকাকোলা বা এই ধরনের কার্বনেটেড সফট ড্রিঙ্ক হতে পারে এক অসাধারণ টয়লেট ক্লিনার। কী ভাবে? জেনে নিন সহজ এই হ্যাক।
advertisement
4/11
কোকাকোলা বা অনুরূপ কোল্ড ড্রিঙ্কে থাকে ফসফরিক অ্যাসিড। এই অ্যাসিড জং, জলদাগ (লেখে: লেইমস্কেল) ও জমে থাকা কঠিন দাগ গলিয়ে ফেলতে সক্ষম। এই পানীয়র কার্বনেশন, অর্থাৎ বুদবুদের চাপ, ময়লা আলগা করে তোলে। ফলে টয়লেট ব্রাশ দিয়ে ঘষে তুলতে খুব একটা কষ্ট হয় না।
advertisement
5/11
আর সবচেয়ে বড় কথা, এটা রাসায়নিক ক্লিনারের মতো ক্ষতিকর নয়। ব্যবহারে ন্যূনতম ঝুঁকি থাকে। কীভাবে ব্যবহার করবেন?
advertisement
6/11
প্রথমে টয়লেট বাউলে সরাসরি দুই কাপ কোকাকোলা ঢেলে দিন। চেষ্টা করুন বাউলের চারপাশ, বিশেষ করে যেখানে দাগ রয়েছে সেখানে ভালভাবে ছড়িয়ে দিতে।
advertisement
7/11
অন্তত দুই ঘণ্টা ওভাবে রেখে দিন। পুরনো বা জেদি দাগের ক্ষেত্রে এক রাত রেখে দেওয়া ভাল। * এরপর টয়লেট ব্রাশ দিয়ে হালকা ঘষুন। * ফ্লাশ করে দিন—টয়লেট ঝকঝকে, গন্ধহীন।
advertisement
8/11
[caption id="attachment_2175924" align="alignnone" width="1280"] কোল্ড ড্রিঙ্ক হালকা গরম করে নিলে অ্যাসিড আরও ভালভাবে সক্রিয় হয়। এতে পরিষ্কার আরও দ্রুত হয়। * দাগ খুব বেশি হলে সমান পরিমাণ কোকাকোলা ও সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে ছেটান।</dd> <dd>[/caption]
advertisement
9/11
এতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দিলে পরিষ্কারের ক্ষমতা আরও বাড়ে। * যদি দাগ থাকে রিম-এর নিচে, তবে কিছু টিস্যু কোক-এ ভিজিয়ে রিম-এর নিচে আটকে রাখুন এক ঘণ্টা। তারপর মুছে ফ্লাশ করুন।
advertisement
10/11
সপ্তাহে একবার ব্যবহার করলে টয়লেট পরিষ্কার ও ফ্রেশ থাকবে। * নতুন দাগ বা গন্ধ জমার আগেই প্রতিরোধ করা যাবে। * বাড়তি পরিষ্কারের জন্য কোল্ড ড্রিঙ্ক ঢালার আগে সামান্য বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন।
advertisement
11/11
সাধারণ কোল্ড ড্রিঙ্ক দিয়ে এত সহজে টয়লেট ঝকঝকে করে তোলা সম্ভব—জেনে অবাক হবেন অনেকেই। কেবল গলায় ঢালার জন্য নয়, এবার থেকে ঘরের পরিচ্ছন্নতাতেও ব্যবহার করুন এই কুল ড্রিঙ্ক। একবার ব্যবহার করলেই এর কার্যকারিতা নিজেই বুঝে যাবেন!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টয়লেটের হলদে ছোপ তুলতে নাজেহাল? কোল্ড ড্রিঙ্ক দিয়ে করুন এই 'ছোট্ট' কাজ...ঝকঝক করবে!