TRENDING:

Digha Tourism: উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ! শেষ মুহূর্তে সফর বাতিল, দিওয়ালির ছোট্ট ছুটিতে বাঙালির গন্তব্য সমুদ্র নগরী দিঘা!

Last Updated:
Digha Tourism: ভয়ঙ্কর দুর্যোগের কারণে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা বাতিল করে বাঙালি এখন দিঘামুখী। পুজোর আগে নিস্তব্ধ থাকা দিঘায় এখন পর্যটকের ঢল।
advertisement
1/6
উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ! দিওয়ালির ছোট্ট ছুটিতে বাঙালির গন্তব্য সমুদ্র নগরী দিঘা
ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। লাগাতার বর্ষণের সাক্ষী থেকেছে ডুয়ার্সের বড় এলাকা। গর্জন শোনা গিয়েছে একের পর এক নদীতে। ভেঙেছে সেতু। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। মৃতের খবরও আসছে ক্রমাগত। এই পরিস্থিতিতে পর্যটকেরা শেষ মুহূর্তে বাতিল করছেন উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা। ফলে পর্যটনের ভরা মরশুমে পাহাড় নয়, এখন বাঙালির নতুন ঠিকানা সমুদ্র নগরী দিঘা। পুজোয় যেখানে দিঘা ছিল নিস্তব্ধ, সেখানে এখন পর্যটকের ঢল। হোটেল মালিক ও ব্যবসায়ীদের মুখে ফের ফুটেছে চেনা হাসি।
advertisement
2/6
এই সময়টাতেই প্রতি বছর ডুয়ার্স ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ভরে ওঠে পর্যটকে। দুর্গাপুজো ও কালিপুজোর মধ্যবর্তী ছুটির মরশুমে ভ্রমণপ্রেমীরা পাহাড়, বন আর নদীর টানে ছুটে যান উত্তরের রাজ্যে। কিন্তু এবারের ছবি সম্পূর্ণ ভিন্ন। ভয়ঙ্কর দুর্যোগের আতঙ্কে শেষ মুহূর্তে ভ্রমণের বুকিং বাতিল করেছেন বহু পর্যটক।
advertisement
3/6
তবে একদিকে উত্তরবঙ্গের এই দুর্যোগে যেখানে মনখারাপ পর্যটকদের, অন্যদিকে সেই হতাশার মধ্যেই নতুন করে হাসি ফিরেছে সমুদ্র নগরী দিঘায়। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এই সমস্ত সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে দুর্গাপুজোতে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে ছিল অনেক কম। হোটেল মালিক ও ব্যবসায়ীদের মুখে চিন্তার রেখা ছিল স্পষ্ট। বছরের বড় সময়টা নির্ভর করে পুজো মরশুমের আয়-রোজগারের উপর। কিন্তু সেই আশাতেই জল ঢেলেছিল উত্তরবঙ্গের মতোই টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ।
advertisement
4/6
তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উত্তরবঙ্গে পর্যটনের পরিকল্পনা বাতিল করেই ভ্রমণপিপাসুরা এবার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন দিঘাকে। ইতিমধ্যে হোটেল মালিকরা বলছেন, শেষ কয়েক দিনে দিঘার হোটেল ও রিসর্টে বুকিংয়ের হার প্রায় ৮০ শতাংশ বেড়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এমনকি মালদা উত্তর দিনাজপুর থেকেও পর্যটকরা শেষ মুহূর্তে দিঘার দিকে রওনা দিয়েছেন।
advertisement
5/6
দিঘার হোটেল মালিকদের মুখে এখন খুশির হাসি। এক হোটেল মালিক দেবব্রত দাস বলেন, “পুজোয় তেমন ব্যবসা হয়নি। কিন্তু এখন হঠাৎ করে বুকিং বেড়ে যাওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।” পর্যটকদের ঢল সামলাতে প্রশাসনও নেমে পড়েছে। সমুদ্র সৈকতে নিরাপত্তা বাড়ান হয়েছে, অতিরিক্ত পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে।
advertisement
6/6
দিঘার স্থানীয় ব্যবসায়ীরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সমুদ্রের ধারে খাবারের দোকান থেকে শুরু করে হস্তশিল্প বিক্রেতারা, সকলে ফিরিয়ে এনেছেন পুরনো ছন্দ। রাস্তার দু’পাশে আলো ঝলমলে দোকান, সমুদ্রের ঢেউয়ের গর্জন। আবার যেন প্রাণ ফিরে পেয়েছে দিঘা। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism: উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ! শেষ মুহূর্তে সফর বাতিল, দিওয়ালির ছোট্ট ছুটিতে বাঙালির গন্তব্য সমুদ্র নগরী দিঘা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল