TRENDING:

Digha Tourism : দিঘায় যাওয়ার খরচ কমল এক ধাক্কায়! পর্যটকদের জন্য বিশেষ সুবিধা, সস্তায়-আরামে এবার করুন ট্যুর

Last Updated:
শুধু দিঘা নয়, মান্দারমনি–তাজপুর যাতায়াতেও স্বস্তির হাওয়া!
advertisement
1/6
দিঘায় যাওয়ার খরচ কমল এক ধাক্কায়! পর্যটকদের জন্য বিশেষ সুবিধা, সস্তায়-আরামে করুন ট্যুর
দিঘায় ‘যাত্রী সাথী’ অ্যাপের বুকিং সংখ্যা বাড়াতে এবার উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নিউ দিঘা ও ওল্ড দিঘা সহ মোট ২০টি গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় হোডিং লাগানো হচ্ছে। এসব হোডিংয়ে দেখানো হবে কীভাবে যাত্রীরা সহজেই অ্যাপ ব্যবহার করে বুকিং করতে পারেন। পর্যটকদের সুবিধার্থে আরো বেশি প্রচার চালানো হবে যাতে দিঘায় আসা বহিরাগতরা অ্যাপ পরিষেবার সুবিধা নিতে পারেন। পর্যটকদের জানানো হবে ‘যাত্রী সাথী’ এক পরিষেবার সুবিধা। বুকিং বাড়াতে মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে বৈঠক হয়। প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। (তথ্য ও ছবি: মদন মাইতি )
advertisement
2/6
গত ২৭ আগস্ট পরিবহন কলকাতা ধাঁচে দিঘায় চালু হয় ‘যাত্রী সাথী’ অ্যাপ পরিষেবা। দীর্ঘদিন ধরে বাড়তি ভাড়া নেওয়া ও পর্যটকদের অসুবিধার অভিযোগ উঠছিল। বিশেষত দিঘা থেকে মান্দারমনি ও তাজপুরগামী যাত্রী ও পর্যটকদের সমস্যা ছিল গুরুতর। প্রাথমিকভাবে ১২২টি ট্যাক্সি ও ১৪৪টি অটোকে নথিভুক্ত করা হয়েছিল এই অ্যাপে। এতে পর্যটকরা নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
advertisement
3/6
পর্যটকদের বোঝাতে হোডিংয়ে স্পষ্টভাবে দেওয়া হয়েছে বুকিং করার প্রক্রিয়া। প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে প্রোফাইল তৈরি করতে হবে। এরপর বর্তমান লোকেশন ও গন্তব্য নির্বাচন করলে চালকের তথ্য পাওয়া যাবে। কয়েক মিনিটের মধ্যেই ট্যাক্সি বা অটো এসে আপনার কাছে পৌঁছে যাবে। চাইলে যাত্রীরা এসি ট্যাক্সিও বেছে নিতে পারবেন।
advertisement
4/6
দীর্ঘদিন ধরে দিঘায় পর্যটকরা বাড়তি ভাড়ার সমস্যায় ভুগছিলেন। অনেক সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করতেন চালকরা। যাত্রী সাথী অ্যাপ চালুর ফলে আর সেই সমস্যা থাকছে না। এখানে নির্ধারিত ভাড়া আগেই জানা যাবে এবং তার বাইরে কোনও অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। ফলে পর্যটকরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন।
advertisement
5/6
এই অ্যাপের মাধ্যমে শুধু ভাড়া নয়, যাত্রীর নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। বুকিং করার সঙ্গে সঙ্গেই চালকের তথ্য যাত্রীদের হাতে চলে আসে। ফলে আগে থেকেই জানা যায় কোন চালকের সঙ্গে যাত্রা করবেন। যাত্রাপথে কোনও অসুবিধা বা সমস্যা হলে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে। এতে যাত্রীরা নিজেদের নিরাপদ মনে করবেন।
advertisement
6/6
পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মন্ডল জানান, “পর্যটকদের মধ্যে অনেকেই এখনো এই পরিষেবা সম্পর্কে জানেন না। তাই আমরা প্রচারের উপর জোর দিচ্ছি। দিঘার বিভিন্ন প্রান্তে হোডিং লাগানো হচ্ছে এবং বুকিং প্রক্রিয়া বিস্তারিতভাবে জানানো হচ্ছে। আমাদের লক্ষ্য, প্রতিটি পর্যটক যেন সহজে যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করতে পারেন এবং বাড়তি ভাড়ার সমস্যার থেকে মুক্তি পান।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism : দিঘায় যাওয়ার খরচ কমল এক ধাক্কায়! পর্যটকদের জন্য বিশেষ সুবিধা, সস্তায়-আরামে এবার করুন ট্যুর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল