TRENDING:

Rathayatra 2025 Date: রথযাত্রায় দিঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে যাবেন? এ বছর রথযাত্রা কবে? উৎসবের তারিখ ও দিনক্ষণ জানলে মুখ ভরবে হাসিতে! এক্ষুণি শুরু করবেন তোড়জোড়

Last Updated:
Rathayatra 2025 Date: এ বছর তো জগন্নাথদেব এসেছেন আমার আপনার ঘরের কাছে দিঘায়। আষাঢ় মাসে রথযাত্রায় এই সৈকতশহরে যাবেন নাকি? জেনে নিন এ বছর কবে পড়েছে রথযাত্রা
advertisement
1/6
রথযাত্রায় দিঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে যাবেন? রথযাত্রা কবে? তারিখ জানলে মুখ ভরবে হাসিতে
প্রতি বছর প্রচুর বাঙালি পুণ্যার্থী রথযাত্রায় যান পুরীতে। বলা হয়, রথযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার দর্শনলাভ অত্যন্ত শুভ। রথযাত্রায় অংশগ্রহণও খুব পুণ্যদায়ী বলে মনে করা হয়।
advertisement
2/6
এ বছর তো জগন্নাথদেব এসেছেন আমার আপনার ঘরের কাছে দিঘায়। আষাঢ় মাসে রথযাত্রায় এই সৈকতশহরে যাবেন নাকি? জেনে নিন এ বছর কবে পড়েছে রথযাত্রা।
advertisement
3/6
আষাঢ় মাসের অন্যতম বড় উ‍ৎসব রথযাত্রা৷ এই মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷ এ বছর অর্থাৎ ২০২৫ সালে বা ১৪৩২ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে ২৭ জুন, শুক্রবার৷
advertisement
4/6
রথযাত্রার পুণ্যতিথি দ্বিতীয়া শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ মিনিটে৷ তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে ২৭ জুনই৷
advertisement
5/6
রথযাত্রা পড়েছে শুক্রবার৷ তার পর শনি ও রবিবারের ছুটি৷ সপ্তাহান্তের ছুটির সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন দিঘায়৷ সাক্ষী থাকতে পারেন পুণ্যতিথিতে নবনির্মিত মন্দিরে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার দর্শনে।
advertisement
6/6
যদি বেশি ছুটি না পান, তাহলেও রথযাত্রায় ঘুরে আসতে পারেন ঘরের কাছেই দিঘায়। এখনই পরিকল্পনা করে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rathayatra 2025 Date: রথযাত্রায় দিঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে যাবেন? এ বছর রথযাত্রা কবে? উৎসবের তারিখ ও দিনক্ষণ জানলে মুখ ভরবে হাসিতে! এক্ষুণি শুরু করবেন তোড়জোড়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল