Rathayatra 2025 Date: রথযাত্রায় দিঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে যাবেন? এ বছর রথযাত্রা কবে? উৎসবের তারিখ ও দিনক্ষণ জানলে মুখ ভরবে হাসিতে! এক্ষুণি শুরু করবেন তোড়জোড়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathayatra 2025 Date: এ বছর তো জগন্নাথদেব এসেছেন আমার আপনার ঘরের কাছে দিঘায়। আষাঢ় মাসে রথযাত্রায় এই সৈকতশহরে যাবেন নাকি? জেনে নিন এ বছর কবে পড়েছে রথযাত্রা
advertisement
1/6

প্রতি বছর প্রচুর বাঙালি পুণ্যার্থী রথযাত্রায় যান পুরীতে। বলা হয়, রথযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার দর্শনলাভ অত্যন্ত শুভ। রথযাত্রায় অংশগ্রহণও খুব পুণ্যদায়ী বলে মনে করা হয়।
advertisement
2/6
এ বছর তো জগন্নাথদেব এসেছেন আমার আপনার ঘরের কাছে দিঘায়। আষাঢ় মাসে রথযাত্রায় এই সৈকতশহরে যাবেন নাকি? জেনে নিন এ বছর কবে পড়েছে রথযাত্রা।
advertisement
3/6
আষাঢ় মাসের অন্যতম বড় উ‍ৎসব রথযাত্রা৷ এই মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷ এ বছর অর্থাৎ ২০২৫ সালে বা ১৪৩২ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে ২৭ জুন, শুক্রবার৷
advertisement
4/6
রথযাত্রার পুণ্যতিথি দ্বিতীয়া শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ মিনিটে৷ তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে ২৭ জুনই৷
advertisement
5/6
রথযাত্রা পড়েছে শুক্রবার৷ তার পর শনি ও রবিবারের ছুটি৷ সপ্তাহান্তের ছুটির সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন দিঘায়৷ সাক্ষী থাকতে পারেন পুণ্যতিথিতে নবনির্মিত মন্দিরে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার দর্শনে।
advertisement
6/6
যদি বেশি ছুটি না পান, তাহলেও রথযাত্রায় ঘুরে আসতে পারেন ঘরের কাছেই দিঘায়। এখনই পরিকল্পনা করে ফেলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rathayatra 2025 Date: রথযাত্রায় দিঘার নতুন জগন্নাথ মন্দির দেখতে যাবেন? এ বছর রথযাত্রা কবে? উৎসবের তারিখ ও দিনক্ষণ জানলে মুখ ভরবে হাসিতে! এক্ষুণি শুরু করবেন তোড়জোড়