TRENDING:

Digha: রথের সময় দিঘা যাবেন ভাবছেন? থাকছে বিরাট সুখবর! কী ঘটতে চলেছে জগন্নাথ মন্দিরে? জানুন

Last Updated:
Digha: বিরাট সুখবর পর্যটকদের জন্য! এই সময়ে দিঘা গেলেই চমকে যাবেন! জানুন কী ঘটতে চলেছে
advertisement
1/10
রথের সময় দিঘা যাবেন ভাবছেন? থাকছে বিরাট সুখবর! কী ঘটতে চলেছে জগন্নাথ মন্দিরে?
দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। photo source collected 
advertisement
2/10
চলতি বছর ৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন দিঘায় জগন্নাথ মন্দির জুন মাসেই উদ্বোধন হবে। photo source collected 
advertisement
3/10
বাঙালির কাছে পিঠে ঘোরার জায়গা হল দিঘা। বর্তমানে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের কারণে দিঘার ভোল বদলে গিয়েছে। ঝাঁ চকচকে দিঘার এখন ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। দিঘার জগন্নাথ মন্দির আগামী দিনে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে চলেছে। জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।photo source collected
advertisement
4/10
চলতি বছরের এপ্রিল মাসে জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত মন্দির নির্মাণ কাজ না হওয়ায় উদ্বোধন পিছিয়ে যায়। তারই ফাঁকে রথ নির্মাণ কাজ আবারও একবার মন্দির উদ্বোধনের জল্পনাকে উসকে দিল।photo source collected 
advertisement
5/10
সম্প্রতি লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে জানিয়েছিল দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বলেছিলেন ভোট শেষ হলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।photo source collected 
advertisement
6/10
তবে নির্দিষ্ট কোন তারিখের কথা তিনি উল্লেখ করেননি। তবে এবার রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়েছে। তাই সাধারণ মানুষ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা মনে করছেন ৭ জুলাই রথ যাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে।photo source collected 
advertisement
7/10
প্রসঙ্গত সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।photo source collected 
advertisement
8/10
তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। বর্তমানে প্রশাসন সূত্রে জানা যায় দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে ছড়িয়েছে জল্পনা।photo source collected 
advertisement
9/10
প্রতিবছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসবে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। চলতি বছর দিঘা জগন্নাথ মন্দিরে গড়াবে রথের চাকা। অনেকেই মনে করছেন হয়ত রথযাত্রার দিনই মুখ্যমন্ত্রী এই মন্দিরের উদ্বোধন করবেন।photo source collected 
advertisement
10/10
প্রসঙ্গত দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মত। আগামী দিনে এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা আগামী দিনে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করবে। (তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha: রথের সময় দিঘা যাবেন ভাবছেন? থাকছে বিরাট সুখবর! কী ঘটতে চলেছে জগন্নাথ মন্দিরে? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল