TRENDING:

Digha: দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা! মজা এবারে আরও ১০ গুণ বেশি! বিরাট আয়োজনে সীমাহীন ফুর্তি, কী হচ্ছে জানেন?

Last Updated:
Digha: এবার দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা। পুজোর আগে দিঘাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
1/6
দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা! মজা এবারে আরও ১০ গুণ বেশি! বিরাট আয়োজনে সীমাহীন ফুর্তি
এবার দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা। পুজোর আগে দিঘাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা সবকিছুর মান উন্নয়নে জোর দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা! মজা এবারে আরও ১০ গুণ বেশি! বিরাট আয়োজনে সীমাহীন ফুর্তি
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। মন্দির উদ্বোধনের পর কয়েকগুণ বেড়েছে পর্যটক সংখ্যা দিঘায়। এখন সারা মাসই হোটেল বুকিংয়ের হার বেশ ভাল। সামনেই দুর্গাপুজো হোটেল ব্যবসায়ীরাও বেশ আশাবাদী। বিপুল পর্যটক সমাগমের কথা মাথায় রেখে দিঘাকে আরও সাজিয়ে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
3/6
দিঘায় একগুচ্ছ রাস্তা, নিকাশি নালা ও পয়ঃনিষ্কাশন নালার বা সুয়ারেজের কাজ হবে। পিএইচইর মাধ্যমে প্রায় দু'কোটি টাকা ব্যয়ে শুধুমাত্র সুয়ারেজ সিস্টেমের কাজ হবে। রাস্তা ও নিকাশী ব্যবস্থার উন্নতি নিয়ে মোট খরচ হবে প্রায় চার কোটি টাকা।
advertisement
4/6
ওল্ড দিঘার শিবালয় ঘাট রোড, কল্যাণ কুটির রোড, নেহরু মার্কেট মোড় ঘাট রোড, অপরাজিতা ঘাট রোড, নিউ দিঘায় পিকনিক স্পট থেকে ঢেউসাগর রাস্তা, অমরাবতী পার্ক থেকে বাইপাস রোড সংস্কার করা হবে। রোড সংস্কারের খরচ প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ধরা হয়েছে।
advertisement
5/6
জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, "দিঘায় একাধিক রাস্তা, ড্রেন এবং সুয়ারেজ নালা সংস্কারের কাজ হবে। পুজোর আগে দিঘাকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার কাজের জন্য ইতিমধ্যে ডিএসডিএর পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়েছে। পিএইচই দফতরের মাধ্যমে গোটা দিঘায় সুয়ারেজের কাজ হবে। ওই সিস্টেম প্রায় ভেঙে পড়েছে। তা ঢেলে সাজানা হবে।"
advertisement
6/6
ইতিমধ্যে দিঘায় পুজোর হোটেল বুকিং শুরু হয়েছে। সৈকতের সৌন্দর্য এবং প্রভু জগন্নাথের দর্শন পেতে পুজোয় দিঘা হাউসফুল হবে বলে আমাদের ধারণা হোটেল মালিকদের। সেজন্য পুজোর সময় নিরাপত্তা কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানা যায় দিঘার রাস্তা সংস্কারের পাশাপাশি স্ট্রীট লাইট, ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন করে ইন্সটল করা হবে। মিলিয়ে ড পুজোর সময় আরও ঝাঁ-চকচকে হয়ে উঠবে। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha: দুর্গাপুজোয় নতুন রূপে দিঘা! মজা এবারে আরও ১০ গুণ বেশি! বিরাট আয়োজনে সীমাহীন ফুর্তি, কী হচ্ছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল