Digha News: শীতের মরশুমে দিঘা ভ্রমণে বড় স্বস্তি! দুর্ঘটনায় এড়াতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
শীতের পর্যটন মরসুমের আগে দিঘায় ফায়ার সেফটি মহড়া অনুষ্ঠিত হয়। হোটেলে আগুন লাগলে কীভাবে দ্রুত অ্যালার্ম বাজানো, পর্যটককে নিরাপদে বের করা এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়—তা হাতে-কলমে শেখানো হয় কর্মীদের
advertisement
1/6

শীতের ভরা পর্যটন মরসুম শুরু হওয়ার আগে দিঘায় সমস্ত প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। একাধিকবার দিঘার বিভিন্ন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই কারণে এবারের শীতের পর্যটন মরসুম শুরুর আগে আরও সতর্ক হতে হয়ে উঠেছে দমকল ও প্রশাসন। হোটেলে আগুন লাগলে কী করা উচিত ? কোন ধাপে কীভাবে আগুন নেভাতে হয়? তা সতর্ক করতে দিঘায় বিশেষ ফায়ার সেফটি মক ড্রিল করা হয়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় এটাই প্রথম শীতের ভরা পর্যটন মরসুম শুরু হচ্ছে । ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দিঘা পর্যটকে ভরে উঠবে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা। পর্যটকে ঠাসা কোনও হোটেলে যদি আগুন লাগে তাহলে কী করা উচিত? তাই আগেভাগে দিঘার হোটেল কর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক করতে চাইছে দমকল বিভাগ। হোটেলে আগুন লাগলে কীভাবে নিরাপদে বেরোতে হয় এবং প্রাথমিকভাবে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
3/6
কোনও হোটেল বা রিসর্টে আগুন লাগলে তৎক্ষণাৎ ফায়ার অ্যালার্ম বাজান, দ্রুত সিঁড়ি ব্যবহার করে বেরিয়ে আসা এবং প্রাথমিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার—এই বিষয়গুলো হাতে-কলমে শেখান হয় মহড়ায়। দমকলকর্মীরা দেখান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। শীতের ব্যস্ত মৌসুমে দমকল পৌঁছাতে দেরি হলে হোটেল কর্মী এবং সাধারণ মানুষ কীভাবে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন, সবটাই দেখান হয় এই মহড়ায়।
advertisement
4/6
পর্যটক, হোটেল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে দিঘার বিশ্ব বাংলা ২ নম্বর গেটে এই মহড়া আয়োজন করা হয়। দমকল কর্মীরা বিভিন্ন পরিস্থিতির উদাহরণ দেখিয়ে বোঝান কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আগুনের উৎস চিহ্নিত করা থেকে শুরু করে নিরাপদ দূরত্ব বজায় রাখা পর্যন্ত প্রতিটি ধাপ স্পষ্টভাবে দেখান হয়।
advertisement
5/6
দমকল বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিঘার হোটেল ব্যবসায়ীরা। দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, “অতীতে বহু সময় হোটেলে আগুন লেগেছে, কিন্তু তখন অনেক কর্মী ঠিকভাবে আগুন নেভানোর পদ্ধতি জানতেন না। তাই এই মহড়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই ধরনের মহড়া হলে হোটেল কর্মীরা বাস্তব পরিস্থিতিতে মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়ে বড় দুর্ঘটনা ঠেকাতে পারবেন।"
advertisement
6/6
দমকল বিভাগের এই বিশেষ ফায়ার সেফটি মহড়া দিঘায় শীতের ভরা পর্যটন মরসুমের আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করল। হোটেল কর্মীরা হাতে-কলমে দেখলেন আগুন লাগলে কীভাবে দ্রুত অ্যালার্ম বাজাতে হয়। কীভাবে নিরাপদে পর্যটকদের বের করে আনতে হয় এবং কীভাবে প্রাথমিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয়। দমকল পৌঁছাতে দেরি হলে এই মহড়া বড় দুর্ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha News: শীতের মরশুমে দিঘা ভ্রমণে বড় স্বস্তি! দুর্ঘটনায় এড়াতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন