TRENDING:

Durga Puja Fashion 2022|| স্কার্টেই বাজিমাত! দুর্গাপুজোয় মাতুন নতুন নতুন ডিজাইনে, রইল হদিশ

Last Updated:
Skirts for Durga Puja Fashion on 2022: পুজোর চারদিন রঙবেরঙের স্কার্টে নিজেকে সাজিয়ে তুললে ফ্যাশনেও অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকা যাবে।
advertisement
1/6
স্কার্টেই বাজিমাত! দুর্গাপুজোয় মাতুন নতুন নতুন ডিজাইনে, রইল হদিশ
*পুজো (Durga Puja 2022) মানেই নতুন জামা। একমাস আগে থেকেই শুরু কেনাকাটা। দোকানে দোকানে উপচে পড়া ভিড়। এবারের পুজোয় ট্রেন্ডিং পোশাক কিন্তু স্কার্ট। তাই শাড়ির সঙ্গে জমকালো স্কার্ট রাখতেই হবে শপিং লিস্টে। সঙ্গে মানানসই কুর্তি। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*চারদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি, টানা হাঁটাহাঁটি করতে হলে স্কার্টের মতো আরামদায়ক পোশাক কিন্তু আর হয় না। তাছাড়া স্কার্টের সঙ্গে রয়েছে ভারতীয় ঐতিহ্যের মিশেলও। পুজোর চারদিন রঙবেরঙের স্কার্টে নিজেকে সাজিয়ে তুললে ফ্যাশনেও অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকা যাবে। তাহলে আর দেরি কেন! এখানে রইল কিছু জমকালো স্কার্টের হালহদিশ। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*প্লেটেড স্কার্ট: দেখতে ঝালরের মতো। যেন কুঁচি দেওয়া হয়েছে। প্লেন টি শার্ট কিংবা কুর্তির সঙ্গে প্লেটেড স্কার্ট মানায় ভালো। ট্যাঙ্ক টপও পরা যায়। সঙ্গে গলায় থাকুক নেকলেস। পায়ে স্যান্ডেল। ব্যস, আর কী চাই! প্লেন টি শার্টের উপর ডেনিম ভেস্টও চাপিয়ে নেওয়া যায়। এবারের সপ্তমীর লুক হোক এটাই। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*লং স্কার্ট: অষ্টমীর দিন জমকালো সাজতেই হবে। সকালে অঞ্জলি দেওয়া থেকে রাতে সন্ধি পুজো। ঘোরাঘুরিও অনেকক্ষণ। তাই এদিন থাক লং স্কার্ট। তাছাড়া হাজার রকম রঙ আর প্রিন্টের লং স্কার্ট পাওয়া যাচ্ছে বাজারে। যে কোনও বডি শেপেই ভাল মানায়। লম্বা ঝুলের স্কার্টের সঙ্গে গ্রাফিক টি শার্ট কিংবা টাক করা প্লেইন শার্টে সুন্দর দেখায়। ওপরে ডেনিমের জ্যাকেটও চড়িয়ে নেওয়া যায়। এতে একটা বোহেমিয়ান লুক আসে। ‘কলকাতার পথে কে যায় গো’ বিদেশিনী টাইপ ব্যাপার। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*এ লাইন স্কার্ট: এ লাইন স্কার্টের একটা মার্জিত লুক আছে। তরুণীদের মধ্যে এটা ব্যাপক জনপ্রিয়। ডেনিমের এ লাইন স্কার্ট তো লা-জবাব। নবমীর দিন এই লুকই বাজিমাত করতে পারে। এর সঙ্গে সাদা রঙের টি শার্ট এবং স্নিকার্স এনে দেবে স্টাইলিশ কিন্তু আভিজাত্যে মোড়া লুক। প্রিন্টেড টপও পরা যায়। টাক-ইন করে পরলে মানাবে ভাল। লম্বা হলে হাঁটু দৈর্ঘ্যের স্কার্ট বেছে নেওয়াই ভালো। আর উচ্চতা কম হলে মাঝারি মাপের স্কার্টই ঠিকঠাক হবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*হাই ওয়েস্ট স্কার্ট: দশমীর বিদায়বেলায় আবেগঘন মন। তবু বেরোতে তো হবেই। তাই সাজগোজও করতে হবে। এদিন পরা যাক হাই ওয়েস্ট স্কার্ট। কোমরের একটু উপর থেকে শুরু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঝুল। এই স্কার্ট পরলে একটু গম্ভীর দেখায়। দশমীর মেজাজের সঙ্গে একেবারে মানানসই। এর সঙ্গে হাই নেকলাইনের ক্রপ টপ পরা যেতে পারে। একটা গ্ল্যামারাস লুক এনে দেবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2022|| স্কার্টেই বাজিমাত! দুর্গাপুজোয় মাতুন নতুন নতুন ডিজাইনে, রইল হদিশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল