Difference between Slip Disc vs Sciatica: দীর্ঘদিনের ব্যথার কারণ কী? স্লিপ ডিস্ক ও সায়াটিকার ফারাক বুঝিয়ে দিলেন চিকিৎসক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Difference between Slip Disc vs Sciatica: অনেকেই দীর্ঘদিন ধরে কোমর বা পায়ের তীব্র ব্যথায় ভুগলেও বুঝে উঠতে পারেন না সমস্যাটি স্লিপ ডিস্ক নাকি সায়াটিকা। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক বিভ্রান্তি। সম্প্রতি এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, এই দুটি সমস্যার উপসর্গে মিল থাকলেও আসলে দু’টি এক নয়।
advertisement
1/6

অনেকেই দীর্ঘদিন ধরে কোমর বা পায়ের তীব্র ব্যথায় ভুগলেও বুঝে উঠতে পারেন না সমস্যাটি স্লিপ ডিস্ক নাকি সায়াটিকা। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক বিভ্রান্তি। সম্প্রতি এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, এই দুটি সমস্যার উপসর্গে মিল থাকলেও আসলে দু’টি এক নয়।
advertisement
2/6
এক সংবাদমাধ‍্যমকে বৈশালী ম্যাক্স হাসপাতালের নিউরোসার্জন ডাঃ গৌরব বাত্রা জানান, স্লিপ ডিস্ক হল মেরুদণ্ডের একটি গঠনগত সমস্যা। আমাদের মেরুদণ্ডের প্রতিটি হাড়ের মাঝখানে থাকা ডিস্ক যখন সরে যায় বা ভিতরের জেলির মতো অংশ বাইরে বেরিয়ে আসে, তখন তা আশপাশের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে। এর ফলে কোমরে ব্যথা, ঝিনঝিন ভাব, অসাড়তা কিংবা পেশির দুর্বলতা দেখা দিতে পারে।
advertisement
3/6
অন্যদিকে, সায়াটিকা কোনও নির্দিষ্ট রোগ নয়, বরং একটি উপসর্গ। সায়াটিক নার্ভে চাপ পড়লে এই সমস্যা দেখা দেয়। এর ফলে কোমর থেকে নিতম্ব হয়ে উরু, হাঁটু এবং পায়ের নিচ পর্যন্ত তীব্র শ্যুটিং ব্যথা ছড়িয়ে পড়ে। অনেক সময় এই ব্যথার সঙ্গে পায়ে ঝিনঝিন ভাব বা অবশ ভাবও অনুভূত হয়।
advertisement
4/6
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্লিপ ডিস্ক হল সায়াটিকার অন্যতম প্রধান কারণ হলেও সায়াটিকার একমাত্র কারণ এটি নয়। পেশির টান, হাড়ের গঠনগত সমস্যা বা দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকলেও সায়াটিক নার্ভে চাপ পড়তে পারে।
advertisement
5/6
চিকিৎসার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। স্লিপ ডিস্কের বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিওথেরাপি, ব্যথানাশক ও নিয়মিত ব্যায়ামে উপকার মেলে। তবে পরিস্থিতি গুরুতর হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সায়াটিকার ক্ষেত্রে মূলত নার্ভের উপর চাপ কমানোই চিকিৎসার লক্ষ্য, যার জন্য ওষুধ, ফিজিওথেরাপি ও জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।
advertisement
6/6
চিকিৎসকদের পরামর্শ, দীর্ঘদিন ধরে কোমর বা পায়ের ব্যথা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সঠিক রোগ নির্ণয় হল কার্যকর চিকিৎসার প্রথম ধাপ। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Difference between Slip Disc vs Sciatica: দীর্ঘদিনের ব্যথার কারণ কী? স্লিপ ডিস্ক ও সায়াটিকার ফারাক বুঝিয়ে দিলেন চিকিৎসক