Metformin Pills side Effect: ডায়বেটিসে আক্রান্ত হয়ে মেটফরমিন খাচ্ছেন? নিয়মিত ব্লাড টেস্ট না করলেই মহাবিপদ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যেহেতু ভারতে ডায়বেটিক রোগীর সংখ্যা বেশি, বিশ্বের ডায়বেটিক ক্যাপিটল হিসেবে বিবেচিত হয়, তাই এই তথ্য খুবই উদ্বেগের৷
advertisement
1/8

*ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মেটফরমিন খাচ্ছেন? একদিকে শরীরের লাভ হলেও, ক্ষতি হচ্ছে অন্যদিকের৷ যদি নিয়মিত শারীরিক পরীক্ষার মধ্যে না থাকেন, না চেক করেন আপনার vitamin B12-র মাত্রা, তাহলেই বড় বিপদ ঘটে যেতে পারে৷
advertisement
2/8
*লন্ডনের এক মেডিক্যাল অ্যাডভাইসারিতে এমনই তথ্য প্রকাশ পয়েছে৷ যা চিন্তা বাড়িয়েছে ভারতে৷ কারণ ডায়বেটিস ক্যাপিটল বলে পরিচিত ভারত৷ বিশ্বের মোট ১৭ শতাংশ ডায়বেটিক রোগী রয়েছেন এ দেশে৷ ফলে এই তথ্য খুবই উদ্বেগের৷
advertisement
3/8
*২০২১-এ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে ৮ কোটি মানুষের শরীরে রক্তে শর্করার মাত্রা বেশি৷ ২০২৪-এ যা বেড়ে ১৩.৫ কোটিতে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশ্বব্যাপী মেটফরমিন (Metformin) খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ দেশেও এই ওষুধের ব্যবহার চলে ডায়বেটিসে আক্রান্তদের জন্য৷ তবে কেন এই ওষুধ ব্যবহার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে?
advertisement
4/8
*লন্ডনে যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে সরাসরি উল্লেখ করা হয়েছে যে নিয়মিত মেটফরমিন (Metformin) সেবনে শরীরে ভিটামিন বি-১২ (vitamin B12)-র মাত্রা ভীষণ কমে যাচ্ছে৷ “Metformin and reduced vitamin B12 levels: new advice for monitoring patients at risk” এই নামে প্রকাশিত এই অ্যাডভাইসারিতে মেটফরমিন (Metformin)-র সাইড এফেক্টের উপর জোর দেওয়া হয়েছে৷ ফলে যাঁদের মেটফরমিন (Metformin) নিয়মিত খেতে হয়, তাঁদের জন্য ভয় বাড়ছে৷
advertisement
5/8
*এখন প্রশ্ন, ভিটমিন বি ১২ (vitamin B12) শরীরে কম থাকলে কী হতে পারে? সহজ উত্তর রক্তাল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া৷ ভিটামিন বি ১২ শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে৷ রক্তে এর মাত্রা কমে গেলেই শরীর দুর্বল হয়ে পড়বে, নানা রকম রোগ এসে বাসা বাঁধতে শুরু করবে৷
advertisement
6/8
*কী করতে হবে? জানানো হয়েছে সেই অ্যাডভাইসারিতেই৷ প্রতিদিন যাদের মেটফরমিন (Metformin) খেতেই হয়, তাঁদের মাঝেমধ্যেই রক্তে ভিটামিন বি ১২-এর পরীক্ষা করতে হবে৷ বিশেষ করে শরীরে যদি ক্লান্তি ভাব থাকে, তাহলে দেরি না করাই ভাল৷ ২০ জুনের এই অ্যাডভাইসারিতে এই পরামর্শ উঠে এসেছে৷ এছাড়াও নিয়মিত ভিটামিন বি ১২-এর পরীক্ষা করার কথাও জানানো হয়েছে৷
advertisement
7/8
*লিভারে শর্করার উৎপাদনে রাশ টানে মেটফরমিন (Metformin), অন্ত্র থেকে শর্করার শোষণক্রিয়ার গতি কমিয়ে দেয়৷ শরীরে ইনসুলিনের (insulin) কার্যকারীতা আরও বাড়িয়ে দেয় এই অ্যান্টি ডায়বেটিক ড্রাগ৷ ফলে ৮০ শতাংশ ডায়বেটিক রোগীকেই এই ওষুধ নিতে বলেন চিকিৎসকরা৷ এমনই জানিয়েছেন ফর্টিস C DOC, উচ্চপদস্থ কর্তা ডাঃ অনুপ মিশ্র৷
advertisement
8/8
*তিনি আরও জানান যে দেশে নিরামীশাষীদের আহারে বেশি মাত্রায় ভিটামিন বি ১২ থাকে৷ ফলে ডায়বেটিসে ভুগলেও সেভাবেই তৈরি হয় তাদের খাবার তালিকা৷ যদি তিনিও একমত হয়েছেন প্রকাশিত এই তথ্যের সঙ্গে এবং জানিয়েছেন যে কোনও ঝুঁকি না নিয়েই ডায়বেটিকে কাবু করতে যারা মেটফরমিন (Metformin) খাচ্ছেন, তাদের নিয়ম করে ভিটামিন বি ১২ পরীক্ষা করা উচিৎ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Metformin Pills side Effect: ডায়বেটিসে আক্রান্ত হয়ে মেটফরমিন খাচ্ছেন? নিয়মিত ব্লাড টেস্ট না করলেই মহাবিপদ!