Diabetes Symptoms on Gum: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Diabetes Symptoms on Gum: যে কোনও বয়সেই ডায়াবেটিস দেখা দিতে পারে। কীভাবে এর লক্ষণ বোঝা সম্ভব? ডায়াবেটিস হলে সারা শরীরেই বেশকিছু লক্ষণ ফুটে ওঠে।
advertisement
1/8

সারা বিশ্বেই ব্যাপক হারে বেড়ে চলেছে ডায়াবেটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, ২০২২-এ আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে। ভারতে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
ডায়াবিটিসের চিকিৎসায় ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ হল প্রতিদিনের ডায়েট। চিকিৎসকের ঠিক করে দেওয়া ডায়েট মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এমনকী সঠিক ডায়েট ডায়াবেটিস এড়াতেও সাহায্য করে। ডায়েট মেনে না চলার কারণেই বাড়তে থাকে এই রোগের আশঙ্কা।
advertisement
3/8
যে কোনও বয়সেই ডায়াবেটিস দেখা দিতে পারে। কীভাবে এর লক্ষণ বোঝা সম্ভব? ডায়াবেটিস হলে সারা শরীরেই বেশকিছু লক্ষণ ফুটে ওঠে। ঘনঘন প্রস্রাব, অতিরিক্ত জল খাওয়া, ক্লান্তি ইত্যাদি এর প্রাথমিক লক্ষণ। এছাড়াও, মুখের ভিতরে বেশ কিছু লক্ষণ দেখলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বলে ধরা হয়।
advertisement
4/8
মাড়ির সমস্যা। রক্তে শর্করার পরিমাণ বাড়লে জীবাণুর সংক্রমণ বেড়ে যায়। এর ফলে মুখেও ফুটে ওঠে তার লক্ষণ। মাড়ির চারপাশে জ্বালা জ্বালা ভাব, লাল হয়ে ফুলে যাওয়া, কালশিটে দাগ বা মাড়ি থেকে রক্তপাতের মতো ঘটনা এক্ষেত্রে দেখা যেতে পারে।
advertisement
5/8
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, মাড়ির সমস্যা আরও বেড়ে যায়। এই সময় দাঁতও ক্ষয়ে যেতে থাকে। যাদের রক্তে শর্করার পরিমাণ অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হয়। পাশাপাশি খাবারে কামড় দেওয়ার সময় মাড়িতে ব্যথা করে। মুখ শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাড়ি ও দাঁতের চারপাশে লালা উৎপাদনও কমে যায়।
advertisement
6/8
বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ডায়াবেটিসের রোগীরা দাঁতের সমস্যায় বেশি ভোগেন। যারা নিয়মিত দাঁতের যত্ন নেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে। দাঁতের ব্যথার সঙ্গে সঙ্গে ঘা-ও দেখা দিতে পারে।
advertisement
7/8
টাইপ ১ ও টাইপ ২ দুইরকম ডায়াবেটিসেরই প্রাথমিক লক্ষণ হল মুখ ও গলা শুকিয়ে আসা। এক্ষেত্রে জিভ শুকিয়ে যাওয়া, মুখের ভিতরের লালা কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে থাকে।
advertisement
8/8
এছাড়া খাবার গেলার সময়েও সমস্যা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes Symptoms on Gum: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন