Diabetes Insipidus: বার বার জল পিপাসা ও মূত্রত্যাগ করতে হয়? জানেন কী হচ্ছে শরীরে?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Diabetes Insipidus: গলা শুকিয়ে যায়? বার বার মনে হয় জল খাই, তারপরেই মূত্রত্যাগের বেগ? এমন হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হতে হবে। জেনে নিন কেন হয়?
advertisement
1/5

বার বার জল তেষ্টা পায়? গলা শুকিয়ে আসে? সেই সঙ্গে মূত্রত্যাগের বেগ? সতর্ক হতে হবে এখনই!
advertisement
2/5
এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখঅতে হবে। ডায়াবিটিস ইনসিপিডাসও একটি রোগ। এটি সাধারণ ডায়াবিটিসের থেকে আলাদা। শরীরে ভেসোপ্রেসিন নামক হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াই এর মূল কারণ।
advertisement
3/5
এই রোগে মূত্রের পরিমাণ বেড়ে যায় উল্লেখজনক হারে। ফলে বারংবার মূত্র ত্যাগের বেগ আসে। এমনকি রোগ বেড়ে গেলে দিনে ২০ লিটারের সমান মূত্রও উৎপন্ন হতে পারে। পাশাপাশি এই সমস্যায় বেড়ে যায় পিপাসা।
advertisement
4/5
এই ধরনের লক্ষণ দেখা দিলে সাধারণত কিছু ক্ষণ জল পানে বিরত রাখা হয় রোগীকে। তার পর মূত্রে ও রক্তে তরলের পরিমাণ পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা।
advertisement
5/5
রোগ চিহ্নিত করা গেলে, ভেসোপ্রেসিন হরমোনের অনুরূপ কৃত্রিম একটি উপাদান প্রয়োগ করেন চিকিৎসকরা। তাই এমন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes Insipidus: বার বার জল পিপাসা ও মূত্রত্যাগ করতে হয়? জানেন কী হচ্ছে শরীরে?