Diabetes Blood Group: A, B, AB, O...কোন ব্লাড গ্রুপের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? প্রকাশ্যে গবেষণার রিপোর্ট, আপনি 'রিস্ক জোন'-এ নেই তো? মিলিয়ে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আমাদের দেশে ৭০ মিলিয়নের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ভারতকে বিশ্বের 'ডায়াবেটিস ক্যাপিটাল' বলা হয়। ডায়াবেটিস এক জাতীয় 'লাইফস্টাইল ডিজিজ'
advertisement
1/7

আমাদের দেশে ৭০ মিলিয়নের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ভারতকে বিশ্বের 'ডায়াবেটিস ক্যাপিটাল' বলা হয়। ডায়াবেটিস এক জাতীয় 'লাইফস্টাইল ডিজিজ'। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, আপনি যদি প্রি-ডায়াবেটিক হয়ে থাকেন, তবে জীবনযাত্রায় বিশেষ কিছু পরিবর্তন আনলে বেশি বয়সে টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে। তবে শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবনযাপন নয়,আরও বেশ কিছু কারণ ডায়াবেটিসের জন্য দায়ি। এরমধ্যে অন্যতম হল আপনার ব্লাড গ্রুপ।
advertisement
2/7
যাঁদের ব্লাড গ্রুপ O নয়, তাঁদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি--'ডায়াবেটোলজিয়া' জার্নালে প্রকাশিত ২০১৪-র একটি গবেষণার রিপোর্ট বলছে, যাঁদের ব্লাড গ্রুপ O নয়,তাঁদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
advertisement
3/7
ব্লাড গ্রুপ আর টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে কী সম্পর্ক রয়েছে? এই গবেষণার জন্য, ৮০ হাজার মহিলাকে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৩৫৫৩ জনের টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে এবং দেখা যায়, যাঁদের ব্লাড গ্রুপ O নয়, তাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
advertisement
4/7
সমীক্ষায় দেখা যায়, যে-সমস্ত মহিলার ব্লাড গ্রুপ A,তাঁদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেশি, সেই সমস্ত মহিলাদের থেকে, যাঁদের ব্লাড গ্রুপ O।
advertisement
5/7
সমীক্ষায় দেখা যায়, যে সমস্ত মহিলার ব্লাড গ্রুপ B, তাঁদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২১ শতাংশ বেশি, সেই সমস্ত মহিলার থেকে, যাঁদের ব্লাড গ্রুপ O।
advertisement
6/7
সমীক্ষায় দেখা গিয়েছে, B পসিটিভ ব্লাড গ্রুপের মহিলাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি।
advertisement
7/7
কেন B পসিটিভ ব্লাড গ্রুপের মহিলাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি? গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ O নয়, তাঁদের রক্তে নন- উইলব্র্যান্ড ফ্যাক্টর নামক একটি প্রোটিনের পরিমাণ বেশি থাকে,যার ফলে রক্তে শর্করার মাত্রা বেশি থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes Blood Group: A, B, AB, O...কোন ব্লাড গ্রুপের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? প্রকাশ্যে গবেষণার রিপোর্ট, আপনি 'রিস্ক জোন'-এ নেই তো? মিলিয়ে নিন