Dev Diwali 2023: কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি! জানুন এই পুণ্যতিথিতে কী করলে জীবন আলোকিত হবে ধনসম্পদ ও সৌভাগ্যে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dev Diwali 2023: প্রচলিত বিশ্বাস এই পুণ্যতিথিতে দেবতারা দেবলোকে দীপাবলি পালন করেন
advertisement
1/7

কার্তিক পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি৷ এ বছর সেই শুভ তিথি পড়েছে ২৬ নভেম্বর৷
advertisement
2/7
কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৬ নভেম্বর দুপুর ৩.৫৩ মিনিটে৷ এই শুভ তিথি থাকবে ২৭ নভেম্বর দুপুর ২.৪৫ মিনিট পর্যন্ত৷
advertisement
3/7
বারাণসীতে মহা সমারোহে পালিত হয় দেব দীপাবলি৷ প্রজ্বলিত প্রদীপে সাজিয়ে তোলা হয় গঙ্গার ঘাট৷ প্রচলিত বিশ্বাস এই পুণ্যতিথিতে দেবতারা দেবলোকে দীপাবলি পালন করেন৷
advertisement
4/7
দেব দীপাবলি তিথিতে ব্রাহ্মণদের প্রদীপ দান করা হয়৷ একে বলা হয় দীপদান পর্ব৷
advertisement
5/7
কার্তিক স্নানও এই তিথির এক গুরুত্বপূর্ণ অংশ৷ প্রচলিত বিশ্বাস, এই পূর্ণিমা দেবসেনাপতির আবির্ভাবতিথি৷ তাই একে কার্তিক পূর্ণিমাও বলা হয়৷
advertisement
6/7
দেব দীপাবলিতে বারাণসীতে গঙ্গা আরতি অন্যতম আকর্ষণ৷ গঙ্গার ঘাটে প্রদীপ সহকারে আরতি করা হয়৷ সংসারের মঙ্গলকামনায় গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় প্রদীপ৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dev Diwali 2023: কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি! জানুন এই পুণ্যতিথিতে কী করলে জীবন আলোকিত হবে ধনসম্পদ ও সৌভাগ্যে