Women Hygiene : শেভিং, ওয়্যাক্সিং না ক্রিম? মহিলারা কীভাবে পরিচ্ছন্ন রাখবেন গোপনাঙ্গ? জানুন ত্বক বিশেষজ্ঞ কী বলছেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Women Hygiene : গোপনাঙ্গ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞ ডক্টর আঁচল একগুচ্ছ পরামর্শ দিয়েছেন৷ তার পর বলেছেন কে কোনভাবে করবেন, সেটা মহিলাবিশেষে নির্ভর করছে
advertisement
1/5

শরীরে রোম খুবই স্বাভাবিক৷ ত্বকের উপর রোম রাখবেন কিনা সেটা ব্যক্তিগত অভিরুচি৷ রোম তুলে ফেলার সঙ্গে সুস্বাস্থ্যের কোনও সম্পর্ক নেই৷ মহিলাদের যোনিকেশ বা পিউবিক হেয়ারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য৷ গোপনাঙ্গ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞ ডক্টর আঁচল একগুচ্ছ পরামর্শ দিয়েছেন৷ তার পর বলেছেন কে কোনভাবে করবেন, সেটা মহিলাবিশেষে নির্ভর করছে৷
advertisement
2/5
অনেক মহিলাই শেভিংয়ের পথ বেছে নেন৷ আঁচল এই পথে হাঁটতে উৎসাহিত করেননি৷ তাঁর কথায়, শেভ করলে গোপনাঙ্গে কাটাছেঁড়ার মতো ছোটখাটো ক্ষত তৈরি হতে পারে৷ তার থেকে পরবর্তীতে সংক্রমণ হতে পারে৷ রিভার্স শেভিংয়ের ফলে ইনগ্রোন হেয়ার তৈরি হতে পারে৷ যদি শেভিং করতেই হয়, তাহলে রোমের বিপরীত দিশায় করা যাবে না৷
advertisement
3/5
ওয়্যাক্সিং খুবই যন্ত্রণাদায়ক৷ ঠিকমতো করা না হলে ত্বক পুড়ে যেতে পারে৷ তাছাড়া এর ফলেও ইনগ্রোন হেয়ারের সমস্যা দেখা দেয়৷
advertisement
4/5
হেয়ার রিমুভিং ক্রিম একদিকে ঝঞ্ঝাটমুক্ত ঠিকই৷ কিন্তু ত্বকে সহ্য না হলে অ্যালার্জি দেখা দিতে পারে ৷ গোপনাঙ্গের ত্বক কালোও হয়ে যেতে পারে৷
advertisement
5/5
ট্রিমিং বা কাঁচি দিয়ে রোম ছোট করে ছেঁটে ফেলা সবথেকে ঝঞ্ঝাটহীন এতে সময় কম লাগে৷ নেই পার্শ্বপ্রতিক্রিয়াও৷ তবে চিকিৎসক আঁচলের মতে কাঁচি সব সময় স্যানিটাইজ করে নিতে হবে৷ তাহলে সংক্রমণের আশঙ্কা থাকে না৷ তাছাড়া তাঁর পরমর্শ, দু’হাত ব্যবহার করে ট্রিমিং করতে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Women Hygiene : শেভিং, ওয়্যাক্সিং না ক্রিম? মহিলারা কীভাবে পরিচ্ছন্ন রাখবেন গোপনাঙ্গ? জানুন ত্বক বিশেষজ্ঞ কী বলছেন