Dengue Health Risk: বর্ষার আগেই ত্রাহি ত্রাহি রব! ডেঙ্গি ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠছে, কোথায় কী অবস্থা?
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Dengue Precaution: ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। এবারে জনগণকে সচেতন করতে ব্লকের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
1/5

ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। এবারে জনগণকে সচেতন করতে ব্লকের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। (Annanya Dey)
advertisement
2/5
বর্ষা এখনও আসেনি, তার আগেই ডেঙ্গি বিস্তার লাভ করছে কালচিনি ব্লকে। যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর। রীতিমতো ময়দানে নেমে পড়েছে জেলা ও ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ডেঙ্গি প্রবণ এলাকায় প্রতিটি ঘরে পৌছে সচেতনতা চালাচ্ছে জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
3/5
আলিপুরদুয়ার জেলার অন্যত্র ডেঙ্গি সেভাবে থাবা বসাতে না পারলেও কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।আলিপুরদুয়ার জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুপ্রিয় চৌধুরী জানান, " কালচিনি ব্লকেই আক্রান্ত সব থেকে বেশি। আমাদের পক্ষ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে। জনগণ সচেতন না হলে ডেঙ্গি প্রার্দুভাব রোখা সম্ভব নয় তাই সবাইকে সচেতন হতে হবে। পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতর যৌথভাবে কাজটি করছে। কালচিনিতে ডেঙ্গি রুখতে না পারলে তা ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়বে। জীবন হানি সম্ভবনাও দেখা দিতে পারে। "
advertisement
4/5
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি আক্রান্ত ৬৫ জন।এর মধ্যে কালচিনি ব্লকে আক্রান্ত ৫৪ জন।শুধু কালচিনি গ্ৰাম পঞ্চায়েতে আক্রান্ত ১৭ জন।হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মধ্যে কালচিনি ব্লকে ডেঙ্গির বাড় বাড়ন্তে চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
5/5
কালচনি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় জনগণের ঘরে ঘরে গিয়ে সচেতনতা চালাচ্ছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক। দেখা হচ্ছে এলাকার নালা, টায়ারের দোকানগুলি।এছাড়া কালচিনি ব্লকের প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতর থেকে শিবির করা হচ্ছে। সেই শিবিরে রক্তের নমুনা সংগ্ৰহ করা হচ্ছে। ১২ টি শিবির করা হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dengue Health Risk: বর্ষার আগেই ত্রাহি ত্রাহি রব! ডেঙ্গি ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠছে, কোথায় কী অবস্থা?