Dengue Mosquito Repellent Tips: ডেঙ্গির বাড়বাড়ন্ত, দামি দামি মশার তেল-ধূপ নয়; পাতিলেবুতে 'এই' জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Dengue Mosquito Repellent Tips: ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস থেকেই তাড়াতে পারবেন মশা। ডেঙ্গি রুখতে অবশ্যই জানুন।
advertisement
1/6

রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গি। মশাবাহিত রোগের বাড়বাড়ন্তে আশঙ্কা বাড়ছে ঘরে ঘরে। কীভাবে মশা থেকে পাবেন রেহাই? রইল খুব সহজে ঘরেই তৈরি করা যায় এমন এক উপায়। বাড়িতে মশার জ্বালায় কী করবেন ভেবে উঠতে পারছেন না? ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস থেকেই তাড়াতে পারবেন মশা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
প্রথমে আপনাকে বাজার থেকে বেশ কয়েকটি পাকা পাকা দেখে পাতিলেবু নিতে হবে, তারপর কয়েকটা লবঙ্গ, একটু সরিষার তেল, একটি তুলো আর কর্পূর সংগ্রহ করতে হবে। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
3/6
তারপর লেবুটি নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে।(তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
4/6
তারপর ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিতে হবে, দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
এরপর ওই লেবুর মধ্যে প্রথমে একটু সরিষার তেল দিতে হবে, তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিতে হবে। তারপর তার উপরে তুলোটি বসিয়ে দিন। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
6/6
দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে এক নিমেষে মশা কোথায় পালিয়ে যাবে তা আপনি ভেবে উঠতে পারবেন না। অনেক কিছু ব্যবহার করেছেন এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। (তথ্য ও ছবি: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dengue Mosquito Repellent Tips: ডেঙ্গির বাড়বাড়ন্ত, দামি দামি মশার তেল-ধূপ নয়; পাতিলেবুতে 'এই' জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না