Fake cumin seeds: দেখতে আসলের মতোই, বাজারে এবার নকল জিরে! কী দিয়ে তৈরি, কীভাবে চিনবেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আসল জিরের সঙ্গে এই ভেজাল জিরে মিশিয়ে দিলে কোনটা আসল কোনটা নকল বোঝাই মুশকিল৷
advertisement
1/8

চাল, ডাল থেকে শুরু করে তেল, মশলা- সবকিছুতেই এখন ভেজালের ভয়৷ এবার দিল্লিতে খোঁজ মিলল ভেজাল জিরে তৈরি করা চক্রের৷ সব মিলিয়ে প্রায় ১০ হাজার কেজি নকল জিরে বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং খাদ্য নিয়ামক দফতর এফএসএসএআই৷
advertisement
2/8
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, আসল জিরের সঙ্গে এই নকল জিরে মিশিয়ে বিক্রি করত এই চক্র৷ রাজস্থান এবং উত্তর প্রদেশের বাজারে মূলত এই ভেজাল জিরে বিক্রি করা হত৷
advertisement
3/8
কিন্তু কীভাবে তৈরি করা হত এই নকল জিরে? পুলিশ সূত্রে খবর, পাথরের কুচি, সুজি এবং ঘাস বেঁটে এই এই নকল জিরে তৈরি করা হত৷ আসল জিরের সঙ্গে এই ভেজাল জিরে মিশিয়ে দিলে কোনটা আসল কোনটা নকল বোঝাই মুশকিল৷
advertisement
4/8
স্থানীয় সূত্রে খবর এই পেয়েই এই নকল জিরের চক্রের খোঁজ পায় পুলিশ৷ নকল এই জিরে শরীরে গেলে ক্যানসার এবং কি়ডনিতে পাথর জমার মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/8
জিরের গায়ে মাটি অথবা সিমেন্টের আস্তরণ থাকলে তা থেকে কিডনিতে পাথর জমতে পারে৷ জিরেতে অস্বাস্থ্যকর রং ব্যবহার করলে তা থেকে ক্যানসার হতে পারে৷ হতে পারে ইউনারি ট্র্যাক ইনফেকশনও৷
advertisement
6/8
কীভাবে নকল এই জিরে কেন যায়, এফএসএসএআই-এর পক্ষ থেকেই তার পরামর্শ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, গোটা জিরে কেনার সময় হাতে নিয়ে ভাল করতে ডলতে হবে৷
advertisement
7/8
ভাল ফলাফলের জন্য এই পানীয় সকালে খেতে পারেন। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা আধ কাপ জিরে চা খেতে পারেন। কিন্তু সুস্থ-স্বাভাবিক ব্যক্তিরা দিনে চার বার আধ কাপ জিরে চা খেতে পারেন।
advertisement
8/8
জিরে হাতে নিয়ে ডলার পর হাতের তালুতে যদি কালো অথবা অন্য কোনও রং উঠে আসে তাহলেই বুঝতে হবে জিরেতে ভেজাল আছে৷ তা না হলে ওই জিরে আসল বলে ধরতে হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fake cumin seeds: দেখতে আসলের মতোই, বাজারে এবার নকল জিরে! কী দিয়ে তৈরি, কীভাবে চিনবেন?