TRENDING:

Day Trip: রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে! খরচও অল্প!

Last Updated:
Day Trip: সারা বছরেই বাঙালি বেড়াতে যেতে পছন্দ করেন। কিন্তু বর্ষায় পাহাড় এড়িয়ে যান অনেকেই। সেজন্য এই বর্ষায় ঘুরতে পারেন কলকাতার কাছে রায়চক ফোর্টে।
advertisement
1/6
রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে!
সারা বছরেই বাঙালি বেড়াতে যেতে পছন্দ করেন। কিন্তু প্রচন্ড শীতে পাহাড় এড়িয়ে যান অনেকেই। সেজন্য এই বছর শেষের দিনগুলিতে ঘুরতে পারেন কলকাতার কাছে রায়চক ফোর্টে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
ফোর্টের ভিতরে ঘুরলে দেখতে পাবেন সযত্নে রাখা রয়েছে ইতিহাসের দলিল। ১৭৮৩ সালে জলদস্যুদের প্রবেশ রুখতে গঙ্গার ধারে তৈরি হয়েছিল এই বিশালাকার দুর্গ।
advertisement
3/6
ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ওয়াটসন তাঁর পরিবার নিয়ে থাকতেন এখানে। স্বাধীনতার পরবর্তীকলে পুরোটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। এখন সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল।
advertisement
4/6
কলকাতার খুব কাছেই রয়েছে রায়চক। ডায়মণ্ড হারবারের ছোট একটি জনপদ এই রায়চক। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। এখানকার অন্যতম পরিচিতি হল দুর্গের আদলে তৈরি পাঁচতারা হোটেল।
advertisement
5/6
বছরের প্রায় সবসময়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এখানে। এখানে হুগলী নদীর পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিন কাটাতে পারবেন আপনি।
advertisement
6/6
অ্যাডভেঞ্চার পছন্দ হলে লঞ্চে করে নদীর বুকে ঘুরতে পারবেন আপনি। কিংবা জেটির মাধ্যমে হুগলী নদীর ওপারে পূর্ব মেদিনীপুরে চলে যেতে পারেন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Trip: রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে! খরচও অল্প!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল