TRENDING:

Day Trip: রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে! খরচও অল্প!

Last Updated:
Day Trip: সারা বছরেই বাঙালি বেড়াতে যেতে পছন্দ করেন। কিন্তু বর্ষায় পাহাড় এড়িয়ে যান অনেকেই। সেজন্য এই বর্ষায় ঘুরতে পারেন কলকাতার কাছে রায়চক ফোর্টে।
advertisement
1/6
রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে!
সারা বছরেই বাঙালি বেড়াতে যেতে পছন্দ করেন। কিন্তু বর্ষায় পাহাড় এড়িয়ে যান অনেকেই। সেজন্য এই বর্ষায় ঘুরতে পারেন কলকাতার কাছে রায়চক ফোর্টে।
advertisement
2/6
ফোর্টের ভিতরে ঘুরলে দেখতে পাবেন সযত্নে রাখা রয়েছে ইতিহাসের দলিল। ১৭৮৩ সালে জলদস্যুদের প্রবেশ রুখতে গঙ্গার ধারে তৈরি হয়েছিল এই বিশালাকার দুর্গ।
advertisement
3/6
ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ওয়াটসন তাঁর পরিবার নিয়ে থাকতেন এখানে। স্বাধীনতার পরবর্তীকলে পুরোটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। এখন সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল।
advertisement
4/6
কলকাতার খুব কাছেই রয়েছে রায়চক। ডায়মণ্ড হারবারের ছোট একটি জনপদ এই রায়চক। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। এখানকার অন্যতম পরিচিতি হল দুর্গের আদলে তৈরি পাঁচতারা হোটেল।
advertisement
5/6
বছরের প্রায় সবসময়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এখানে। এখানে হুগলী নদীর পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিন কাটাতে পারবেন আপনি।
advertisement
6/6
অ্যাডভেঞ্চার পছন্দ হলে লঞ্চে করে নদীর বুকে ঘুরতে পারবেন আপনি। কিংবা জেটির মাধ্যমে হুগলী নদীর ওপারে পূর্ব মেদিনীপুরে চলে যেতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Trip: রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ এই নদীপাড় হৃদয় রাঙাবে! খরচও অল্প!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল