TRENDING:

Day Trip: ঘণ্টাখানেকের দূরত্বে নৈসর্গিক সৌন্দর্য, রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ নদীপাড় হৃদয় রাঙাবে!

Last Updated:
Day Trip: শীতের আগেই নতুন সাজে সেজে উঠেছে হাওড়ার গড়চুমুক ৫৮ গেট। নদীর পাড়ে সৌন্দর্যায়ন, নতুন বসার আসন, রেলিং, পার্ক ও আধুনিক অবকাঠামোয় আরো মনোরম হয়েছে এলাকা।
advertisement
1/5
রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ নদীপাড় হৃদয় রাঙাবে!
নতুন রূপে হাওড়ার ৫৮ গেট গড়চুমুক পর্যটন কেন্দ্র! নদীর সংলগ্ন স্থান ঢেলে সেজে উঠেছে শীতের আগে। এবার আরও আকর্ষণীয় হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র । এই শীতে বেড়ানোর আপনার সেরা ঠিকানা হতে পারে। শীতের আগেই পর্যটকদের নজর কাড়ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। আরও মনোরম ৫৮ গেটের নদী পার। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/5
জেলার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র উলুঘাটা সুইসগেট সংলগ্ন নদীর পাড়। কয়েক মাস যাবত জেলা পরিষদের তরফে সাজিয়ে তোলার কাজ শুরু হয়। সেই কাজ শেষে, শীতের আগেই নতুন রূপে পর্যটকদের চোখে ধরা দেয় পর্যটন কেন্দ্র ' গড়চুমুক'। শীতের মরশুমের আগেই, এবার মানুষকে আকৃষ্ট করছে এই পর্যটন কেন্দ্র।
advertisement
3/5
সৌন্দর্যায়নের কাজে পর্যটন বিভাগের সঙ্গে হাওড়া জেলা পরিষদ সহযোগিতায় সেজে ওঠে গড়চুমুক পর্যটন কেন্দ্র।‌ গড়চুমুকের দামোদর ও হুগলী নদীর সংযোগস্থলের নদীর পাড় সংলগ্ন স্থান রেলিং দেওয়া হয়েছে, রাস্তায় কংক্রিট এবং বিভিন্ন স্থানে বসার সিট দোলনা পার্ক। ছোট বড় সকলের আরও আকর্ষণের।
advertisement
4/5
শীতের শুরু থেকে বর্ষার আগে পর্যন্ত জেলার মানুষের ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা গড়চুমুক পর্যটন কেন্দ্র। প্রতিবছর হাজার হাজার মানুষ এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজির হয়। দুই নদীর সংযোগস্থল মানুষের ভীষণ আকর্ষণের, নতুনভাবে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, তাতে পর্যটকের সংখ্যা যে কয়েক গুণ বৃদ্ধি পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মরশুমের শুরুতেই মানুষের হিড়িক দেখা গিয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্রে।
advertisement
5/5
দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশন। অথবা থেকে সড়কপথে উলুবেড়িয়া পৌঁছে বাস অথবা ফটো এ চেপে সহজেই ৫৮ গেট পৌঁছানো যায়। পর্যটন কেন্দ্র হিসেবে সারা বছর জেলার মানুষের আকর্ষণ নদী তীরবর্তী গড়চুমুক, দামোদর ও হুগলি দুই নদীর সংযোগস্থল। নতুন সাজে সেজেছে পর্যটন কেন্দ্র। ফলে মানুষের উপস্থিতি বাড়ছে সেই সঙ্গে এখানে বাড়ছে বিভিন্ন খাবারের পসরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Trip: ঘণ্টাখানেকের দূরত্বে নৈসর্গিক সৌন্দর্য, রবিবারের ছুটিতে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, শান্ত-স্নিগ্ধ অপরূপ নদীপাড় হৃদয় রাঙাবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল