TRENDING:

Day Outing: ইছামতীর তীরে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মনের মানুষটির সঙ্গে চলে আসুন টাকি ইকো পার্কে

Last Updated:
Day Outing: জলাশয়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কটেজগুলি যেন প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়ার ডাক দেয়। এক পাশে রয়েছে রঙবাহারি ফুল, ফলের গাছ—যা পার্ককে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।
advertisement
1/6
ইছামতীর তীরে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মনের মানুষটির সঙ্গে চলে আসুন টাকি ইকো পার্কে
টাকি ইকো পার্ক—উত্তর ২৪ পরগনার টাকি শহরের একেবারে গা ঘেঁষে ইছামতী নদীর তীরে গড়ে উঠেছে এই সবুজে মোড়া মনোরম স্থানটি। সীমান্তের ধারে অবস্থিত এই পার্কে প্রকৃতি যেন নিজেই আপন রঙে আঁকিয়েছে নিসর্গের ছবি। সবুজ ঘেরা পরিবেশ, পাখির কলতান আর হালকা বাতাসে গুমরে ওঠা ইছামতীর ঢেউ মিলেমিশে গড়ে তোলে এক অপার্থিব আবহ।
advertisement
2/6
এই ইকো পার্কে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল জলাশয়। জলাশয়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কটেজগুলি যেন প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়ার ডাক দেয়। এক পাশে রয়েছে রঙবাহারি ফুল, ফলের গাছ—যা পার্ককে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।
advertisement
3/6
পার্কের পরিবেশ শান্ত ও নিরিবিলি। শিশুদের জন্য রয়েছে খেলনা ও দোলনার ব্যবস্থা, যেখানে তারা মনের আনন্দে খেলাধুলায় মেতে উঠতে পারে। আর পার্ক জুড়ে বসানো হয়েছে বেঞ্চ—যেখানে বসে কাটানো যায় একান্ত কিছু নিস্তব্ধ মুহূর্ত। এই পরিবেশে যেন শহরের কোলাহল দূর হয়ে যায় এক নিমেষে।
advertisement
4/6
যারা কম খরচে শহরের বাইরে একটু গ্রাম্য ও শান্ত প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ এই টাকি ইকো পার্ক। এখানে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে পিকনিক করতেও আসেন অনেকেই। শীতকালে বা সপ্তাহান্তে এই পার্ক হয়ে ওঠে এক জীবন্ত মিলনক্ষেত্র।
advertisement
5/6
যাতায়াতও খুব সহজ। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। সেখান থেকে অটো বা টোটোয় মাত্র ২০ মিনিটে পৌঁছে যাওয়া যায় পার্কের গেটের সামনে। দিনের মধ্যেই ঘুরে আসার মতো এই সুন্দর গন্তব্য আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
advertisement
6/6
সব মিলিয়ে ইছামতীর তীরে গড়ে ওঠা এই টাকি ইকো পার্ক প্রকৃতি প্রেমীদের এক অমূল্য ঠিকানা হয়ে উঠেছে। নীরবতা, সবুজ ও নদীর সান্নিধ্যে কাটানো কিছু ঘন্টা যেন নতুন করে প্রাণ জোগায়। আপনি যদি প্রকৃতির কোলে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাহলে টাকি ইকো পার্কে একবার ঘুরে আসতেই হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Outing: ইছামতীর তীরে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মনের মানুষটির সঙ্গে চলে আসুন টাকি ইকো পার্কে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল