TRENDING:

Day-out Deatination: পুজোয় ডে-আউটে ঘুরে আসুন জেলার 'এই' বিখ্যাত জায়গায়, মধ্যাহ্নভোজও হবে জমিয়ে 'ভাইরাল' এই রেস্তোরাঁয়

Last Updated:
Day-out Deatination: পুজোর ছুটিতে একদিনের জন্য ঘুরে আসুন নদিয়ার শান্তিপুরের বিখ্যাত জলেশ্বর মন্দির থেকে। দীর্ঘকাল ধরে ভক্ত ও পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র। শিবের পীঠতুল্য এই প্রাচীন মন্দিরে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় লেগেই থাকে।
advertisement
1/6
পুজোয় ঘুরে আসুন জেলার 'এই' বিখ্যাত জায়গায়, মধ্যাহ্নভোজও হবে জমিয়ে 'ভাইরাল' এই রেস্তোরাঁয়
*পুজোর ছুটিতে একদিনের জন্য ঘুরে আসুন নদিয়ার শান্তিপুরের বিখ্যাত জলেশ্বর মন্দির থেকে। দীর্ঘকাল ধরে ভক্ত ও পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র। শিবের পীঠতুল্য এই প্রাচীন মন্দিরে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় লেগেই থাকে।
advertisement
2/6
*শ্রাবণ মাস, মহাশিবরাত্রি এবং বিশেষ পুজো উপলক্ষে এখানে হাজার হাজার মানুষ আসেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রাচীন স্থাপত্যশৈলীর স্পর্শ, শিবলিঙ্গ-সহ আরও কয়েকটি দেব-দেবীর মূর্তি। পাশাপাশি রয়েছে ছোট ছোট মন্দির, যেখানে গণেশ, কালী ও নৃত্যরত নটরাজ শিবের পুজো হয়। চারপাশে শান্ত পরিবেশ এবং প্রাচীন গাছপালা দর্শনার্থীদের মনে আলাদা প্রশান্তি জাগায়।
advertisement
3/6
*শান্তিপুর শহর থেকে জলেশ্বর মন্দিরে পৌঁছনো বেশ সহজ। কলকাতা বা রানাঘাট থেকে ট্রেনে শান্তিপুর স্টেশন নেমে রিকশা বা টোটো করে কয়েক মিনিটেই মন্দিরে যাওয়া যায়। সড়কপথেও কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে রানাঘাট হয়ে প্রায় তিন ঘণ্টায় পৌঁছনো সম্ভব।
advertisement
4/6
*প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মানত পূরণ করতে এবং গঙ্গার তীরবর্তী এই ঐতিহাসিক মন্দিরের দর্শন নিতে। ধর্মীয় ভক্তি, স্থাপত্যের সৌন্দর্য এবং প্রাচীন কালের ঐতিহ্যকে একত্রে ধারণ করে শান্তিপুরের জলেশ্বর মন্দির আজও নদিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র।
advertisement
5/6
*এরপর সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে পেটপুজো করে নিন শান্তিপুর কৃষ্ণনগর ১২ নম্বর জাতীয় সড়কে অবস্থিত কোজি কুঠির রেস্টুরেন্টে। যেখানকার গ্রাম্য থিম ও মনোরম পরিবেশ আপনার ভাল লাগবেই।
advertisement
6/6
*পাশাপাশি এখানকার খবরে সম্ভারও অনেক এবং সুস্বাদু। রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থাও। বাঙালি থেকে শুরু করে চাইনিজ, মোগলাই সমস্ত রকমের খাবার পাবেন এই একই জায়গায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day-out Deatination: পুজোয় ডে-আউটে ঘুরে আসুন জেলার 'এই' বিখ্যাত জায়গায়, মধ্যাহ্নভোজও হবে জমিয়ে 'ভাইরাল' এই রেস্তোরাঁয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল