ডেটিংয়েই দীর্ঘস্থায়ী করুন প্রেমকে, প্রেমিকের সঙ্গে নিভৃত আলাপকে সুমধুর করে তোলার জন্য রইল টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Tips for dating: নিয়মগুলি মেনে চললে একদিকে যেমন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ৷ অন্যদিকে ডেটিং-এর অভিজ্ঞতাও হবে মনে রাখার মতো সুমধুর৷
advertisement
1/7

প্রেমের অঙ্গ ডেটিং ৷ বাড়িতে লুকিয়ে চুরিয়ে হোক বা সকলকে জানিয়ে-মনের মানুষের সঙ্গে নিভৃতে সময় কাটানোর মজাই আলাদা ৷ কিন্তু সবকিছুর মতো ডেটিং বা একান্তে প্রেমালাপেরও কিছু নিয়ম আছে ৷ সেই নিয়মগুলি মেনে চললে একদিকে যেমন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ৷ অন্যদিকে ডেটিং-এর অভিজ্ঞতাও হবে মনে রাখার মতো সুমধুর৷
advertisement
2/7
প্রথম ডেটিংয়ে গিয়েই জীবনের তিক্ত অভিজ্ঞতা বা দুঃসহ যন্ত্রণার কথা শেয়ার করবেন না৷ মনে রাখবেন আপনার প্রথম ডেটিং কোনও থেরাপি সেশন নয় ৷ আপনি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছেন ৷ মনের ডাক্তারের কাছে নয় ৷ পরবর্তী ডেটিংয়ে তিক্ততাও কথা আনলেও আনতে পারেন৷ প্রথম ডেটিংয়ে কোনওভাবেই নয় ৷
advertisement
3/7
কারওর সঙ্গে ডেটিংয়ে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি খুব বেশি কৌতূহল দেখাবেন না৷ অতিরিক্ত কৌতূহল আপনার অনুসন্ধিৎসাকে ফুটিয়ে তুলবে ৷ সঙ্গীর প্রতি কোনও সহমর্মিতাকে প্রকাশ করবে না৷
advertisement
4/7
নিজের প্রতি সৎ থাকুন ৷ তাহলে সঙ্গীর প্রকৃত রূপও আপনার কাছে ফুটে উঠবে ৷ ডেটিং ঘিরে মনের মধ্যে রোমাঞ্চকর অনুভূতি আসতেই পারে ৷ অনিশ্চয়তা থেকে আসতে পারে ভয়ও ৷ তবে সঙ্গীর সামনে সব অনুভূতি প্রকাশ করবেন না৷
advertisement
5/7
প্রথম ডেটিং ঘিরে মনের মধ্যে নার্ভাসনেস আসতেই পারে ৷ সেই অনুভূতি প্রশমিত করার জন্য নিয়মিত যোগাভ্যাস করুন ৷ ‘ডিপ ব্রিদিং’-সহ অন্যান্য যোগাভ্যাস করুন ৷ এতে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন ৷
advertisement
6/7
কার সঙ্গে ডেটিং করবেন, সেটা আগে থেকেই ভেবেচিন্তে মনের কথা শুনে ঠিক করুন ৷ কার সামনে মনের ভাল দিকটা প্রকাশিত হবে, কার সামনে অন্ধকার দিকটা বেরিয়ে আসবে, সেটা কিন্তু নির্ধারিত হবে আপনার ডেটিং পার্টনারের উপরই ৷
advertisement
7/7
ডেটিং নিয়ে মনে স্বপ্ন থাকতেই পারে৷ কিন্তু রূপকথার বেড়াজাল বুনবেন না৷ বরং বাস্তবের মাটিতে পা রাখুন৷ তাহলে প্রত্যাশাহত হবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ডেটিংয়েই দীর্ঘস্থায়ী করুন প্রেমকে, প্রেমিকের সঙ্গে নিভৃত আলাপকে সুমধুর করে তোলার জন্য রইল টিপস