Dating Tips: লাজুক বলে প্রেমে পড়বেন না! মুখচোরাদের ডেটিংয়ের আড় ভাঙানোর জন্য রইল সহজ উপায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Dating Tips: লাজুকরা প্রেমের সম্পর্কে তাঁরা অনেক সময়েই মুখচোরা হয়ে থাকেন৷ সমস্যায় পড়েন ডেটিংয়ে গিয়েও৷ তাঁদের জন্যই কিছু টিপস, যাতে প্রেমেও স্বচ্ছন্দ হয়ে উঠতে পারেন
advertisement
1/6

পৃথিবীতে এক এক জনের ব্যক্তিত্ব এক এক রকমের৷ কেউ বহির্মুখী, জমিয়ে আড্ডা দিতে ভালবাসেন৷ অন্যদিকে কেউ আবার অন্তর্মুখী৷ হাজার চেষ্টাতেও মনের কথা প্রকাশ করতে পারেন না৷ লজ্জায় গুটিয়ে যান৷
advertisement
2/6
লাজুকরা প্রেমের সম্পর্কে তাঁরা অনেক সময়েই মুখচোরা হয়ে থাকেন৷ সমস্যায় পড়েন ডেটিংয়ে গিয়েও৷ তাঁদের জন্যই কিছু টিপস, যাতে প্রেমেও স্বচ্ছন্দ হয়ে উঠতে পারেন৷ (Dating tips for people of shy personality)
advertisement
3/6
লাজুক হওয়া অপরাধ নয়৷ প্রথম বার ডেটে গেলে নার্ভাসনেস থাকা বা কিছুটা অপ্রতিভ থাকা অস্বাভাবিক নয়৷ তাই মন থেকে সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন৷
advertisement
4/6
আত্মবিশ্বাসের অভাবেও ভুগবেন না৷ হীনমন্যতাকে মনে বাসা বাঁধতে হেবেন না৷ সব সময় বিশ্বাস করবেন যে আপনার ব্যক্তিত্ব যে কোনও কাউকে মুগ্ধ করে তুলতে পারে৷
advertisement
5/6
সব সময় যে কথা বলেই নিজের ব্যক্তিত্ব জাহির করতে হবে, তার কোনও মানে নেই৷ অনেক সময়েই স্মিত হেসে বা ঘাড় নেড়েও সম্মতি বা অসম্মতি জানাতে পারেন৷
advertisement
6/6
অনেকেই কিন্তু লাজুক প্রেমিক বা প্রেমিকা পছন্দ করেন৷ তাই লাজুক হওয়া যে সব সময় আপনাকে পিছন দিকে টেনে রাখে, তা কিন্তু নয়৷ কোনও প্রসঙ্গে অস্বস্তি হলে সেটা প্রকাশ করতে দ্বিধা করবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dating Tips: লাজুক বলে প্রেমে পড়বেন না! মুখচোরাদের ডেটিংয়ের আড় ভাঙানোর জন্য রইল সহজ উপায়