Constipation Control Tips: কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় কেঁদে ফেলছেন? খেজুর খান এইভাবে, মুক্তি পাবেনই অস্বস্তি থেকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Constipation Control Tips: কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, পেটফাঁপা ও বদহজমের নানা সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে কাজে লাগান খেজুরের গুণাগুণ
advertisement
1/8

কোষ্ঠকাঠিন্য সমস্যা যথেষ্ট অস্বস্তিকর এবং কষ্টদায়ক। জটিলতা বাড়লে চোখে জল এনে দেয় অনেক ক্ষেত্রেই।
advertisement
2/8
কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, পেটফাঁপা ও বদহজমের নানা সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে কাজে লাগান খেজুরের গুণাগুণ। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ বরালক্ষ্মী ইয়ানামান্দ্রা।
advertisement
3/8
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার, প্রাকৃতিক শর্করা, ভিটামিন এবং মিনারেলস আছে। তবে পরিমিত পরিমাণে খেলে তবেই কমবে কোষ্ঠকাঠিন্য।
advertisement
4/8
বেশি খেজুর খেলে হিতে বিপরীত হতে পারে। বরালক্ষ্মীর মতে বেশি খেলে উল্টে হজমের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
5/8
কোষ্ঠকাঠিন্য-সহ পেটের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতে এক বিশেষ উপায়ে খেজুর খেতে হবে।
advertisement
6/8
খাওয়ার আগে কিছু ক্ষণ খেজুর ভিজিয়ে রাখুন। তাহলে এর ভারীভাব দূর হবে অনেকটাই। সাহায্য করবে হজমে।
advertisement
7/8
খাওয়ার আগে শুকনো আদার গুঁড়ো ছড়িয়ে দিন খেজুরে। তাহলে সুস্থ পরিপাক ক্রিয়া বজায় থাকবে।
advertisement
8/8
খেজুর, কিশমিশ, ডুমুর মিশিয়ে তৈরি করুন শরীরকে শীতল করা বিশেষ পানীয়। ভাল ভাবে হজমের পাশাপাশি হাইড্রেটেডও হবে শরীর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Constipation Control Tips: কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় কেঁদে ফেলছেন? খেজুর খান এইভাবে, মুক্তি পাবেনই অস্বস্তি থেকে