Dark inner thighs : দুই থাইয়ে অস্বস্তির কালো দাগ? সহজেই তুলে ফেলুন এই ঘরোয়া উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Home Remedies: ঘরোয়া উপায়ে সহজেই এই দাগ তুলে ফেলতে পারেন৷
advertisement
1/7

থাইয়ের ভিতরের দিকে কালো ছোপ থাকার ফলে খোলামেলা পোশাক পরতে অসুবিধে হয়৷ রূপের পাশাপাশি এই দাগ ব্যক্তিত্বের জন্যেও ক্ষতিকারক৷ নানা কারণে থাইয়ে কালো ছোপ পড়ে যায়৷ ঘরোয়া উপায়ে সহজেই এই দাগ তুলে ফেলতে পারেন৷
advertisement
2/7
অর্ধেক পাতিলেবুর রস মেশান কয়েক চামচ নারকেল তেলের সঙ্গে৷ এই মিশ্রণ ভাল করে ১০ মিনিট বা তার বেশি সময় ধরে মালিস করুন থাইয়ের কালো অংশে৷ স্নানের আগে এই রূপটান পালন করুন কয়েক সপ্তাহ৷ ভিটামিন সি হাইপারপিগমেন্টেশন দূর করে৷ নারকেল তেল ত্বককে নরম ও পেলব রাখে৷
advertisement
3/7
১ চামচ চিনি, লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন৷ তার পর এই মিশ্রণ দিয়ে মালিশ করুন আপনার থাইয়ের কালো অংশ৷ এই মিশ্রণ সাহায্য করবে এক্সফোলিয়েশনে৷
advertisement
4/7
সমপরিমাণ ওটমিল ও টকদইয়ের মিশ্রণ তৈরি করুন৷ তার পর ওই মিশ্রণ দিয়ে থাইয়ের কালো অংশ ভাল করে স্ক্রাবিং করুন৷ তার পর ধুয়ে ফেলুন৷
advertisement
5/7
সমপরিমাণ বেকিং সোডা ও জলের মিশ্রণ তৈরি করুন৷ তার পর ওই মিশ্রণে পরিষ্কার করুন থাইয়ের কালো অংশ৷ কিছুটা মিশ্রণ মাস্কের মতো ওই জায়গায় লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন৷
advertisement
6/7
ত্বকের কালো দাগ হাল্কা করে অ্যালোভেরার রস৷ থাইয়ের কালো অংশে অ্যালোভেরার রস বা লোশন লাগিয়ে নিন৷ ত্বকে ওই মিশ্রণ মিশে গেলে ধুয়ে নিন৷
advertisement
7/7
থাইয়ের কালো অংশে মালিশ করতে পারেন আলুর টুকরোর রসও৷ এর ফলে ধীরে ধীরে হাল্কা হয়ে যাবে কালো দাগছোপ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dark inner thighs : দুই থাইয়ে অস্বস্তির কালো দাগ? সহজেই তুলে ফেলুন এই ঘরোয়া উপায়ে