Dark Circles - Eye Care: চোখের নিচের কালো ডার্ক সার্কল দূর হবে সাতদিনে! জানুন ঘরোয়া টোটকার ম্যাজিক
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Dark Circles - Eye Care: চোখের তলের কালি দূর হবে ম্যাজিকের মতো! এই সব জিনিস ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/5

লেবুর রস এবং টাটকা টম্যাটোর রস মিশিয়ে প্রতিদিন চোখের নিচে ম্যাসাজ করতে হবে। টোনারটি প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিয়ে এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললে অনেকটাই উপকার মিলবে।
advertisement
2/5
বিউটিসিয়ান রীতা বসাক জানান, "কাঁচা আলু বা ঠান্ডা কাঁচা আলুর টুকরো ত্বকে প্রভাব ফেলে। ডার্ক সার্কেল হালকা করতে এই উপাদান অনেকেই ব্যবহার করে থাকেন। এটি বেশ কার্যকরী। নিয়মিত ব্যবহার করলে উপকার মিলবে দ্রুত।"
advertisement
3/5
চোখে স্লাইস করা শসার টুকরো দিয়ে সহজেই চোখের স্পা সম্ভব। এগুলি কেবল ত্বককে হালকা করে তাই নয়, চোখের ওপর কিছুক্ষণ রেখে দিলে ডার্ক সার্কেলগুলি দূর করতেও দারুণ কাজের।
advertisement
4/5
ভেষজ চায়ের ব্যাগ অর্থাৎ টি ব্যাগগুলো চায়ে ডুবিয়ে তারপর ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এগুলো চোখের পাতার ওপর দিয়ে রাখলে দারুণ উপকার মেলে। এতে ডার্ক সার্কেল দূর হবে খুব সহজেই।
advertisement
5/5
ঘৃতকুমারী ঔষধি গুণের জন্য ব্যাপকভাবে পরিচিত। এক্ষেত্রেও সপ্তাহে দু থেকে তিনদিন অ্যালোভেরা চোখের তলায় লাগিয়ে রাখলে ত্বকের জেল্লার পাশাপাশি ডার্ক সার্কেল কমাতে ভাল কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dark Circles - Eye Care: চোখের নিচের কালো ডার্ক সার্কল দূর হবে সাতদিনে! জানুন ঘরোয়া টোটকার ম্যাজিক