Dark Circle: এক পাতাতেই উধাও ডার্ক সার্কেল...! ছোট্ট ঘরোয়া টোটকা জিন্দাবাদ, চাঁদের মতো ঝলঝলে মুখ! পরখ করে দেখুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Dark Circle Removal Tips: ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার সমস্যা প্রায় সবারই থাকে। এসব ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হাতের কাছে থাকা পুদিনা পাতা।
advertisement
1/10

*শীতকালে বাজারে গেলেই দেখা মিলছে পুদিনা পাতার। এই পুদিনার গুণেই ডার্ক সার্কেল থেকে ব্রণ এক নিমিষেই করবে দূর। রান্না করা খাবার কিংবা সালাদের স্বাদ বাড়াতে পুদিনা পাতার ব্যবহার বেশ পুরোনো। যে কোনও খাবারের সঙ্গে পুদিনা পাতার চাটনি খেতে অনেকেই ভালবাসেন। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*তবে শুধু খেতে নয় ,ত্বক ভাল রাখতেও যে পুদিনা পাতা কার্যকরী। বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান , মার্কেটে যেসমস্ত ভেষজ ফেসওয়াশ, শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করছেন, তাতেও কিন্তু থাকে পুদিনার নির্যাস। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার সমস্যা প্রায় সবারই থাকে। এসব ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হাতের কাছে থাকা পুদিনা পাতা। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*আপনি যদি দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগে থাকেন তবে ব্যবহার করুন পুদিনা পাতা। এটি স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ সমৃদ্ধ। এসব উপাদান ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*পুদিনা পাতা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ। ফলে এটি প্রদাহ রোধ করার পাশাপাশি ত্বকের যে কোন সমস্যায় ভীষণ কার্যকরী। সেজন্য আপনাকে প্রথমে পুদিনা পাতার পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট ত্বকের উপর লাগিয়ে রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*ত্বকের যে কোনও ধরনের ক্ষত নিরাময়ে সাহায্য করে পুদিনা পাতা। পুদিনার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের ক্ষত, কাটা-ছেঁড়া, মশার কামড়, চুলকানি ইত্যাদি দূর করতে কাজ করে। সেজন্য আপনাকে প্রথমে পুদিনা পাতার রস বের করে নিতে হবে। এরপর সেই রসটুকু আক্রান্ত স্থানে লাগিয়ে নিতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*ত্বককে আর্দ্র ও কোমল রাখে। এটি মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে। ফলে ত্বক প্রাকৃতিকভাবেই কোমল হয়ে ওঠে। পুদিনা পাতার ব্যবহারে ত্বকের ছিদ্র থেকে ময়লা বের হয়ে যায়। এতে ত্বক আরও সতেজ ও সুন্দর হয়ে ওঠে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*আপনিও কি ডার্ক সার্কেলে সমস্যা হচ্ছেন? চোখের নিচের কালো দাগ হতে পারে আপনার অনেক রাতজাগার সাক্ষী। কিন্তু এই দাগ আপনার মুখের সৌন্দর্য কমিয়ে দেয় অনেকটাই। পুদিনা পাতার ব্যবহার করে দূর করতে পারেন চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*চোখের নিচের কালো দাগের জায়গায় পুদিনা পাতার পেস্ট লাগিয়ে রাখুন সারারাত। এরপর সকালে উঠে পরিষ্কার ও ঠান্ডা জলে ধুয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কেল দূর হবে দ্রুতই। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পুদিনার অ্যান্টি সেপটিক বৈশিষ্ট্য ত্বকে দাগ ও ব়্যাশ হতে বাধা দেয়। সেইসঙ্গে সূর্যের আলোর কারণে সৃষ্ট ত্বকের ক্ষতিও কমিয়ে দেয়। সেই জন্য আপনাকে ত্বকে ব্যবহার করতে হবে পুদিনা পাতার রস। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dark Circle: এক পাতাতেই উধাও ডার্ক সার্কেল...! ছোট্ট ঘরোয়া টোটকা জিন্দাবাদ, চাঁদের মতো ঝলঝলে মুখ! পরখ করে দেখুন