TRENDING:

বর্ষার ছোঁয়ায় ফিরেছে প্রাণ, দার্জিলিং অপরূপ! সিটং, তাগদায় পর্যটকদের ঢল, সুযোগ পেয়েও না গেলে বড় মিস

Last Updated:
বর্ষার ভেজা বাতাসের সঙ্গে পাহাড় যেন নতুন জীবন ফিরে পাচ্ছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলগুলো আজকাল পর্যটকের সমাগমে মুখরিত।
advertisement
1/5
বর্ষার ছোঁয়ায় ফিরেছে প্রাণ, দার্জিলিং অপরূপ! সিটং, তাগদায় পর্যটকদের ঢল, ঘুরে আসুন
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য</strong>: বর্ষার ভেজা বাতাসের সঙ্গে পাহাড় যেন নতুন জীবন ফিরে পাচ্ছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলগুলো আজকাল পর্যটকের সমাগমে মুখরিত। দার্জিলিং থেকে সিটং, কার্শিয়াং থেকে মিরিক, লামাহাটা থেকে তাগদা, এসব ছোট ছোট গ্রামীণ এলাকায় এই মরশুমে নামছে পর্যটকদের ঢল।
advertisement
2/5
বৃষ্টির ফোঁটায় ভেজা রাস্তায় চারচাকা গাড়ি কিংবা দুই চাকার বাইকে ছোট্ট ট্রিপে আসছেন বহু পর্যটক। তিন থেকে চার দিনের শর্ট ট্রিপ এখন বিশেষ প্রিয় হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের পর্যটকদের কাছে। “বর্ষাকালেও দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকা পর্যটকদের জন্য অপেক্ষা করছে,” জানালেন পর্যটন ব্যবসায়ী দেবাশীষ মৈত্র। “গতবারের তুলনায় এবার পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। বিশেষ করে ১৫ আগস্টের ছুটি আর জন্মাষ্টমী উৎসবের জন্য এই সিজনে বাড়ছে বুকিং।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
হোমস্টে আর ফার্মস্টে যাত্রাও যেন নতুন রূপে দার্জিলিংকে আলোকিত করেছে। পাহাড়ের গ্রামগুলোতে ছোট ছোট এসব হোমস্টে এখন জনপ্রিয় গন্তব্য। ইন্টারনেটের উন্নত পরিষেবার কারণে অনেক পর্যটক ‘ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন’ হিসেবে এই শান্ত পরিবেশ বেছে নিচ্ছেন। অর্থাৎ ছুটিতে এসেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
তবে একগুচ্ছ বিভ্রান্তি তৈরি হয়েছে NH-10 সড়ক বন্ধ থাকার কারণে। হিমালিয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানালেন, “NH-10 বন্ধ থাকার খবর পাওয়া মাত্রই অনেকে মনে করছেন দার্জিলিং যাওয়ার রাস্তাই বন্ধ। কিন্তু আসলে NH-10 সিকিমের জন্য, দার্জিলিং যাওয়ার আলাদা রাস্তাগুলো পুরোপুরি স্বাভাবিক।” এই স্পষ্টিকরণ পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
বর্ষার এ মরশুমে দার্জিলিং যেন আবারও নিজের পুরোনো বৈশিষ্ট্য ফিরিয়ে পেয়েছে, শান্ত, সবুজ, আর অতিথিপরায়ণ। সবমিলিয়ে, এই বর্ষায় দার্জিলিং ও পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলগুলো পর্যটকদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ষার ছোঁয়ায় ফিরেছে প্রাণ, দার্জিলিং অপরূপ! সিটং, তাগদায় পর্যটকদের ঢল, সুযোগ পেয়েও না গেলে বড় মিস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল