TRENDING:

Darjeeling Nightlife: গ্লেনারিস পাব বন্ধ হলেও চিন্তা নেই! বড়দিনের রাতে দার্জিলিঙে জমজমাট নাইটলাইফের বিকল্প ঠিকানাগুলি জেনে নিন

Last Updated:
Darjeeling Nightlife: বড়দিন ও নতুন বছরের আগে দার্জিলিঙের জনপ্রিয় গ্লেনারিস পাব হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা হতাশ। তবে রাতের আড্ডা ও উৎসবের পরিবেশের জন্য একাধিক বিকল্প ঠিকানা এখন প্রস্তুত
advertisement
1/7
বন্ধ গ্লেনারিস পাব! বড়দিনের রাতে দার্জিলিঙে জমজমাট নাইটলাইফের বিকল্প ঠিকানাগুলি জেনে নিন
বড়দিন ও নতুন বছরের ঠিক আগে দার্জিলিঙে পর্যটকের ভিড় তুঙ্গে। পাহাড়ে ঠান্ডা হাওয়া, গায়ে নেমে আসা কুয়াশা আর উৎসবের আলো—এই সময়টায় শহরের জনপ্রিয় পানশালাগুলোতে জমে ওঠে রাতের আড্ডা। এমন সময়েই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিঙের জনপ্রিয় বারের মধ্যে অন্যতম ‘গ্লেনারিস' পাব। কোনও আগাম নোটিস ছাড়া বন্ধ হওয়ায় স্বভাবতই হতভম্ব পর্যটকরা। বড়দিনের গান, গরম আলো, ককটেল হাতে পাহাড় দেখা—গ্লেনারিসের সেই পরিবেশ এ বছর অনিশ্চিত। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/7
মালিক অজয় ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, “পরিস্থিতি আমাদের হাতে নেই।” তাঁর কথায়, উৎসবের ঠিক আগে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ায় তিনিও সমানভাবে দুঃখিত। ফলে বড়দিন–নতুন বছরে গ্লেনারিস পাবে বলে যে পর্যটক ও স্থানীয়রা প্ল্যান করেছিলেন তাঁরা এখন খুঁজছেন নতুন ঠিকানা।
advertisement
3/7
তবে গ্লেনারিসের পাব বন্ধ হলেও দার্জিলিঙে উৎসবের রাত কাটানোর মতো একাধিক পাব রয়েছে, যেগুলো ইতিমধ্যেই পর্যটকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকার প্রথমেই আছে Joey’s Pub—নিম আলো, কাঠের পুরনো ইংরেজি সাজ আর ছোট্ট ঘরভর্তি উষ্ণ পরিবেশ। কুয়াশায় ভিজে যাওয়া রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকেই ঢুকে পড়েন এই পাবে। বড়দিনের সপ্তাহে সন্ধ্যার পরই এখানে বাড়ে জমায়েত।
advertisement
4/7
আরও আধুনিক পরিবেশ চাইলে রয়েছে The Buzz Bar—সংগীত, ককটেল আর ফেস্টিভ লাইটিং মিলে একদম তরুণদের স্বাদের জায়গা। উৎসবের সময়ে এখানে পাওয়া যায় বিশেষ মেনু ও এক্সটেন্ডেড আওয়ারস। যারা পাহাড়ি শীত কাটাতে একটু প্রাণবন্ত জায়গা খোঁজেন—তাদের প্রথম পছন্দ এখন এই পানশালাই।
advertisement
5/7
এদিকে একটু শান্ত লাউঞ্জ-স্টাইল পরিবেশ চাইলে 1910 – The Lounge Bar হয়ে উঠছে নতুন ঠিকানা। হিমশীতল হাওয়া কেটে ভিতরে উষ্ণ আবহ, জানালার ওপাশে পাহাড়ি আলো আর হাতে এক গ্লাস ওয়াইন—শান্ত সন্ধ্যা কাটানোর আদর্শ জায়গা বলে মনে করছেন অনেক পর্যটকই।
advertisement
6/7
এছাড়া রাত গভীর হলে লাইভ মিউজিক শোনার জন্য Gatty’s Pub-এ ভিড়ও বাড়ছে। ক্যাজুয়াল সেটআপ, ধোঁয়া-ধরা আলোর আভা আর ক্লাসিক পঞ্চ—সব মিলিয়ে বড়দিনের রাতে এই পাবটিতেও থাকছে উৎসবের রং।
advertisement
7/7
সব মিলিয়ে গ্লেনারিসের পাব বন্ধ হলেও দার্জিলিঙের উৎসবের রাত থমকে নেই। মেঘ–কুয়াশার কোলে সাজানো পাহাড়ি সন্ধ্যায় পর্যটকদের জন্য পানশালার বিকল্প ঠিকানা প্রচুর—এবং সেগুলো ইতিমধ্যেই প্রস্তুত বড়দিন–নতুন বছরের উৎসবকে আরও রঙিন করে তুলতে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Nightlife: গ্লেনারিস পাব বন্ধ হলেও চিন্তা নেই! বড়দিনের রাতে দার্জিলিঙে জমজমাট নাইটলাইফের বিকল্প ঠিকানাগুলি জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল