Vitamin to control Dandruff (Khushki): কোন ভিটামিনের অভাবে চুলে খুশকি হয়? কী কী খেলে শীতে খুশকি হবে না, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Vitamin to cause Dandruff (Khushki):ত্বকের নানা সমস্যা-সহ একাধিক কারণে চুলে খুশকি হয়৷ নির্দিষ্ট ভিটামিনের অভাবেও চুলে খুশকি দেখা যায়৷ কোন কোন ভিটামিনের অভাবে এর জন্য দায়ী, জানুন
advertisement
1/8

শীতে চুলের সমস্যার মধ্যে ভয়াবহতম হল খুশকি৷ চুল আঁচড়ালে তো বটেই৷ এমনিতেও চুলের গোড়া সাদা হয়ে থাকে খুশকিতে৷ ড্রাই স্ক্যাল্পে খুশকির সমস্যা অত্যন্ত বেশি হয়ে ওঠে৷
advertisement
2/8
ত্বকের নানা সমস্যা-সহ একাধিক কারণে চুলে খুশকি হয়৷ নির্দিষ্ট ভিটামিনের অভাবেও চুলে খুশকি দেখা যায়৷ কোন কোন ভিটামিনের অভাবে এর জন্য দায়ী, জানুন৷ বলছে পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/8
ডায়েটে ভিটামিন ডি কম থাকলে স্ক্যাল্পে খুশকি হতে পারে৷ কারণ এই ভিটামিনের অভাবে স্ক্যাল্প শুকনো হয়ে যায়৷ সামুদ্রিক মাছ, মাংস, মাংসের মেটে, ডিমের কুসুম, ফলের রস, মাশরুমে পাবেন ভিটামিন ডি৷ এছাড়াও সূর্যালোকে পাবেন এই ভিটামিন,অফুরান৷
advertisement
4/8
ভিটামিন বি-২-এর অভাবেও চুলে খুশকি হতে পারে৷ ডেয়ারি মিল্ক, টক দই, চিজ, ডিম, মাংস, সামুদ্রিক মাছে এই ভিটামিন পাবেন৷
advertisement
5/8
ভিটামিন বি-৩-এর ঘাটতি ডায়েটে হলেও ভুগতে পারেন খুশকির সমস্যায়৷ চিনেবাদাম, ব্রাউন রাইস, সামুদ্রিক মাছ, চিকেন, দানাশস্য, মাশরুমে আছে এই ভিটামিন৷
advertisement
6/8
ডায়েটে ভিটামিন বি-৬-এর অভাব হলেও চুলে খুশকির প্রকোপ হয়৷ পোলট্রিজাত খাবার, মাছ, বাদাম, সয়াবিন, ওটস কলার মতো খাবারে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাবেন৷
advertisement
7/8
খুশকি বাড়তে পারে ডায়েটে ভিটামিন বি-৭ কম হলেও৷ মাংসের মেটে, ডিম, সামুদ্রিক মাছ, অ্যাভোকাডো, রাঙা আলু, বাদামে প্রচুর পরিমাণে পাবেন এই ভিটামিন৷
advertisement
8/8
খুশকি থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক খেতেও ভুলবেন না৷ মাংস, ডাল, বীজ, বাদাম, গোটাশস্য, ডিমে পাবেন জিঙ্কের মতো উপাদান৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin to control Dandruff (Khushki): কোন ভিটামিনের অভাবে চুলে খুশকি হয়? কী কী খেলে শীতে খুশকি হবে না, জানুন