TRENDING:

স্যাতস্যাতে দেওয়ালে ছোপ ছোপ কালো 'ছাতা'...? মিনিটে 'ভ্যানিশ'! তুড়িতে তাড়ান এই 'উপায়ে', শিখে নিন দুর্ধর্ষ 'টোটকা'!

Last Updated:
Damp: বর্ষাকালে আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে দেওয়ালের সমস্যা প্রায় বাড়ি বাড়ি। বিশেষ করে রান্নাঘরে, যেখানে প্রচুর আর্দ্রতা থাকে সেখানে দেখতে দেখতেই ছোপ ছোপ কালো দাগ জমাট বাঁধতে শুরু করে এই বর্ষায়।
advertisement
1/11
স্যাতস্যাতে দেওয়ালে ছোপ ছোপ কালো 'ছাতা'...? মিনিটে 'ভ্যানিশ'! তুড়িতে তাড়ান এই 'উপায়ে'!
বর্ষাকালে আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে দেওয়ালের সমস্যা প্রায় বাড়ি বাড়ি। বিশেষ করে রান্নাঘরে, যেখানে প্রচুর আর্দ্রতা থাকে সেখানে দেখতে দেখতেই ছোপ ছোপ কালো দাগ জমাট বাঁধতে শুরু করে এই বর্ষায়।
advertisement
2/11
সিঙ্কের দেওয়াল, তাক এবং ঘরের কোণে কোণে ছত্রাক জমা হতে শুরু করে। সাধারণত এর থেকে সহজে কোনওমতেই মুক্তি নেই ভেবে অনেকেই রাসায়নিক ক্লিনার বা ছত্রাক-বিরোধী স্প্রে ব্যবহার করে থাকেন।
advertisement
3/11
কিন্তু আদৌ কি লাভ হয় তাতে? আসলে এতে কিছু এলাকায় সাময়িক সুরাহা হলেও লং টার্ম লাভ হয়না মোটেই। বর্ষায় এই গা ঘিনঘিনে ছাতার হাত থেকে মুক্তি পেতে খুব সহজ এবং সস্তা ঘরোয়া প্রতিকার কিন্তু আছে আপনারই হাতের নাগালে। ভাবছেন কী এমন সেই অব্যর্থ দাওয়াই?
advertisement
4/11
শুনলে চমকে যাবেন ড্যাম্প ভ্যানিশ করার এই দুর্দান্ত ওষুধ হল তুলসী পাতা। আসলে তুলসী কেবল একটি ধর্মীয় উদ্ভিদই নয়, এর ঔষধি গুণাবলী এটিকে প্রতিটি ঋতুতেই বিশেষ করে তোলে।
advertisement
5/11
তুলসীতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য। এর তীব্র সুগন্ধ কেবল মশা এবং পোকামাকড়কে দূরে রাখে না বরং পরিবেশে ছত্রাকের বৃদ্ধিও রোধ করে।
advertisement
6/11
পাহাড়ি বাড়িতে অনেকেই বর্ষাকালে রান্নাঘরের স্যাঁতসেঁতে জায়গায় তুলসী পাতা রাখে, যার কারণে ছত্রাক নিজে নিজেই অদৃশ্য হয়ে যায় অল্প সময়েই।
advertisement
7/11
তুলসী কী ভাবে ব্যবহার করবেন?এই প্রতিকারটি অনুসরণ করা খুবই সহজ। প্রথমে, টাটকা তুলসী পাতা নিন এবং ধুয়ে আলতো করে শুকিয়ে নিন। এবার এই পাতাগুলি রান্নাঘরের সেই জায়গাগুলিতে রাখুন যেখানে আর্দ্রতা থাকে।
advertisement
8/11
এক্ষেত্রে কোন কোন জায়গা বাছবেন? যেমন সিঙ্কের নীচে, কাঠের বা স্টিলের আলমারির কোণে, স্টোরেজ এলাকায় বা ডাল এবং মশলার বাক্সের কাছে। তুলসীর প্রাকৃতিক সুগন্ধ সেখানকার বাতাসকে বিশুদ্ধ করে এবং ছত্রাক তৈরি হওয়া রোধ করে।
advertisement
9/11
সম্পূর্ণ নিরাপদ এবং রাসায়নিক মুক্ত সমাধান:এই তুলসী প্রতিকারটি কেবল কার্যকরই নয়, সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদও। এটি কোনও শ্বাসকষ্ট, ত্বকের জ্বালা বা অ্যালার্জির কারণ হয় না।
advertisement
10/11
তুলসী পাতা রাসায়নিক সমৃদ্ধ ক্লিনিং এজেন্টগুলির তুলনায় অনেক বেশি কার্যকরী ও একটি নিঃসন্দেহে দুর্দান্ত ম্যাজিকাল বিকল্প। বিশেষ করে যেসব বাড়িতে শিশু বা বয়স্করা থাকেন তাদের জন্য এর চেয়ে ভাল রেমেডি আর কিছু হয় না।
advertisement
11/11
এছাড়াও, তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়, তাই এটি ব্যবহার করা সহজ। তুলসী পাতার জন্য এক পয়সাও লাগে না কারণ প্রায় সব বাড়িতেই এই গাছ চোখে পরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্যাতস্যাতে দেওয়ালে ছোপ ছোপ কালো 'ছাতা'...? মিনিটে 'ভ্যানিশ'! তুড়িতে তাড়ান এই 'উপায়ে', শিখে নিন দুর্ধর্ষ 'টোটকা'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল