শীতকালে ত্বকের নানান সমস্যা! রোজ এই স্কিন কেয়ার সমাধান করবে ম্যাজিকের মতো
- Published by:Aryama Das
Last Updated:
Daily routine for a winter perfect skin : রোজ সকাল থেকে এই রুটিন মেনে চললে আপনার ত্বক গ্লো করবে এই শীতেই
advertisement
1/5

শীতকাল মানেই পরপর পার্টি, পিকনিক, বেড়াতে যাওয়া লেগেই থাকে৷ তবে এই শুষ্ক ওয়েদারে আপনার ত্বকের একেবারেই বারোটা বেজে যায়৷ কিন্তু ভয়ের কিছু নেই৷ রোজ সকাল থেকে ত্বকের এই রুটিন মেনে চললে আপনার ত্বক গ্লো করবে এই শীতেই৷
advertisement
2/5
সাধারণ ক্লিনজারের বদলে মৃদু ক্লিনজার ব্যবহার করুন৷ শুষ্ক ঋতুতে ত্বকে দেখা দেয় নানান সমস্যা৷ সেই সময় ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যায়৷ এখন মৃদু ক্লিনজার ব্যবহারে ত্বক নরম থাকবে৷
advertisement
3/5
শীতকালে এমন ময়শ্চারাইজার ব্যবহার করুন যাতে ত্বক আর্দ্র থাকে এবং নরম হয়৷ মূলত জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন, যা ত্বককে নরম করে তোলে৷
advertisement
4/5
শীতকালে হাওয়ায় অনেক বেশি ধূলোকণা ঘুরে বেড়ায়, যা ত্বকে বিশেষ ময়শ্চারাইজার দেয়৷ ত্বককে আরও বেশি নরম করে৷ এই সময় ত্বক ভীষণ শুষ্ক হয়ে যায়৷ ফলে ত্বকে জন্মায় বেশ কিছু ডেড সেল৷ ফলে ত্বকে মাস্ক ব্যবহার করা প্রয়োজন৷
advertisement
5/5
ত্বককে এইসময় হাইড্রেট করা ভীষণ প্রয়োজন৷ কীকরে করবেন? খুব সোজা পদ্ধতি, ক্রিমি বডি বাটার, শিয়া বাটার এবং কোকোয়া অয়েল ব্যবহার করে ত্বক অনেক বেশি আর্দ্র হয়৷ (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)