Dahlia Plant Care Tips: ডালিয়াগাছের গোড়ায় দিন ২ মুঠো! আসবে গুচ্ছ গুচ্ছ কুঁড়ি! থালার মতো থোকা থোকা ফুলে ভরবে গাছ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dahlia Plant Care Tips:বাড়িতে কন্দ থেকে চারা তৈরি করতে পারেন৷ অথবা নার্সারি থেকে ভাল জাতের চারা কিনেও আনতে পারেন৷ তৈরি করুন ঝুরো মাটি৷
advertisement
1/5

শীতকালীন বাগানের রংবাহার বাড়াতে ডালিয়া গাছের জুড়ি নেই৷ সামান্য যত্নেই থোকা থোকা ফুল দেবে এই গাছে৷ যত্ন শুরু করুন এখন থেকেই৷
advertisement
2/5
বাড়িতে কন্দ থেকে চারা তৈরি করতে পারেন৷ অথবা নার্সারি থেকে ভাল জাতের চারা কিনেও আনতে পারেন৷ তৈরি করুন ঝুরো মাটি৷
advertisement
3/5
গোবর সার এবং নিমখোল মিশিয়ে নিন৷ ওই মিশ্রণ ২ থেকে ৩ মুঠি করে নিয়ে ছড়িয়ে দিন চারাগাছের গোড়ায়৷ ভার্মিকম্পোস্ট বা যে কোনও পাতা পচানো সারও দিতে পারেন৷ এতে প্রচুর কুঁড়ি আসবে ডালিয়া গাছে৷
advertisement
4/5
NPK 19:19:19 অনুপাতে নিন ২ থেকে ৩ গ্রাম পরিমাণে৷ তার পর ১ লিটার জলে মিশিয়ে ১৫-২০ দিন পর পর গাছের পাতায় স্প্রে করুন৷ কিছু দিনের মধ্যেই কুঁড়ি আসবে গাছ ভরে৷
advertisement
5/5
তবে সব ডালিয়া গাছে সমান পরিমাণে ফুল হবে না৷ যত দিন না পর্যন্ত কুঁড়ি আসছে তত দিন গাছের পরিচর্যা করুন৷ গোবরসার, ভার্মিকম্পোস্টের মতো অর্গ্যানিক সার দিতে থাকুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dahlia Plant Care Tips: ডালিয়াগাছের গোড়ায় দিন ২ মুঠো! আসবে গুচ্ছ গুচ্ছ কুঁড়ি! থালার মতো থোকা থোকা ফুলে ভরবে গাছ!