Curry Leaves in Weight Loss: পালাবে তলপেটের মেদ, বাড়তি ওজন! চটজলদি রোগা হতে কিছু কারিপাতা খান এভাবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Curry Leaves in Weight Loss: কারিপাতা বাড়তি ওজন কমিয়ে ছিপছিপে চেহারা উপহার দিতেও জুড়িহীন৷ বিশেষ উপায়ে কারিপাতা খেলে এবং তার সঙ্গে সুষম আহার ও শরীরচর্চা জারি রাখলে ওজন কমতে বাধ্য৷
advertisement
1/7

রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি কারিপাতার ওষধি উপকারিতাও কিছু কম নয়৷ একাধিক কারণে ডায়েটে নিয়মিত কারিপাতা রাখতে হবে।
advertisement
2/7
কারিপাতা বাড়তি ওজন কমিয়ে ছিপছিপে চেহারা উপহার দিতেও জুড়িহীন৷ বিশেষ উপায়ে কারিপাতা খেলে এবং তার সঙ্গে সুষম আহার ও শরীরচর্চা জারি রাখলে ওজন কমতে বাধ্য৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/7
কারিপাতার গুণে পাচকরসের ক্ষরণ হয়। হজম প্রক্রিয়া মসৃণ হয়। গ্যাস অম্বল বদহজম-সহ পেটের সব রোগ দূর হয়।
advertisement
4/7
ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে কারিপাতা খেলে। ফলে ক্যালরি ইনটেকও কম হয়। পরিমিত আহারে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা দূর হয়।
advertisement
5/7
কারিপাতার অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। মেটাবলিজম বাড়লে ওজন কমার প্রক্রিয়া শুরু হয়।
advertisement
6/7
ক্যালরির পরিমাণও কম কারিপাতায়। তাই ডায়েটে থাকলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
advertisement
7/7
কিছু কারিপাতা জলে ফুটিয়ে নিন। রাতভর ওটা রেখে দিন ঠান্ডা করতে। সকালে সামান্য গরম করে খালি পেটে কারিপাতা-জল পান করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Curry Leaves in Weight Loss: পালাবে তলপেটের মেদ, বাড়তি ওজন! চটজলদি রোগা হতে কিছু কারিপাতা খান এভাবে