Curry leaves Benefits: ডেঙ্গি সারায়, হার্টের অসুখ থেকে বদহজম দূর করে! কারিপাতার গুণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
কারিপাতায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্ট। এটি হার্টের পক্ষে খুব উপকারী। নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ সহজ হয়।
advertisement
1/5

চুল পড়ার হাত থেকেও মুক্তি দেয় কারিপাতা। এতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। ভিটামিন এ ও সি চুলের গোড়া শক্ত করে এবং চুলের স্বাস্থ্য ভাল রাখে। শুধু তাই নয় ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও কারি পাতার জুড়ি মেলা ভার।
advertisement
2/5
প্রতিদিন সকালে খালি পেটে কারিপাতা চিবিয়ে খেতে পারলে খুব সহজেই হজমশক্তি বাড়ে । কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, সমস্ত পেটের সমস্যা থেকে মুক্তি মেলে
advertisement
3/5
প্রতিদিন কারি পাতা খেলে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক লেভেলের উপরে যাওয়ার সুযোগ পায় না। কারি পাতায় থাকা ফাইবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
advertisement
4/5
কারি পাতা তেলে ভেজে চিবিয়ে খেলে ডেঙ্গি থেকে দ্রুত আরোগ্য মেলে।
advertisement
5/5
কারিপাতায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্ট। এটি হার্টের পক্ষে খুব উপকারী। নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ সহজ হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Curry leaves Benefits: ডেঙ্গি সারায়, হার্টের অসুখ থেকে বদহজম দূর করে! কারিপাতার গুণ জানলে অবাক হবেন